1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি জাতীয় ফল কাঠালে যে সমস্ত পুষ্টিগুণ  এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে ৮টায় বার বার পড়ে যে দাড়াতে জানে জয তারই হয়। বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ, বাতিল হচ্ছে এই প্রথাও!

অনুষ্ঠিত হলো ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব ২০২২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হলো ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির পিঠা উৎসব ২০২২।

নিজস্ব সংবাদদাতা, আদালত বার্তাঃ২৫ ডিসেম্বর ২০২২।

অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারো দেশের সবচেয়ে বড় পিঠা উৎসবের আয়োজন করেছে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি।
রোববার কেরানীগঞ্জের ছায়ানীড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেরানীগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু।

অনুষ্ঠানে আমন্ত্রিত ১৫ হাজার অতিথির জন্য নানা পদের ৫০ হাজার পিঠা পরিবেশন করা হয়। দিনব্যাপী ব্যতিক্রমী এ উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ছিল নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ নানা আয়োজন।

এবারের পিঠা উৎসবে আয়োজনে ছিল বিভিন্ন ধরনের স্টলে সাজানো হয়েছিল নানান রকমের পিঠা-পুলি দিয়ে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সুইচ রোল পুলি, চন্দন কাঠ, সুজির মালাই চাপ, ম্যারা পিঠা, নারকেল পুলি পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, সাগু রিং, কেক, গোলাপ পিঠা, ডালের পিঠা, পুডিং, দুধ মালাই রিং, দুধ সন্দেশ, নারকেল চমচম, তেলের পিঠা, নারকেল পাকন, নুডুলস পিঠা, চুষি পিঠা, সাজের পিঠা পাঠিসাপটাসহ ভিন্ন স্বাদের বৈচিত্র্যময় পিঠা। উৎসবে প্রায় অর্ধলক্ষাধিক পিঠার সমাহার দেখা যায়।

ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ বলেন, পিঠা উৎসব হলো বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা ২০১৮ সাল থেকে প্রতিবছর শীতকালীন পিঠা উৎসব নামে আয়োজন করে আসছি। আমাদের পিঠা উৎসবটি শুধু দেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পিঠা উৎসব বলে আমি মনে করি।

তিনি বলেন, এবার আমাদের কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ছয়টি ভেন্যুতে ছয় পর্বে পিঠা উৎসব আয়োজন থাকছে। প্রথম পর্বের মাধ্যমে আমাদের শীতকালীন পিঠা উৎসবের যাত্রা শুরু হলো। এই পিঠা উৎসব আমাদের কেরানীগঞ্জসহ আশপাশের উপজেলার সাধারণ মানুষসহ সবার কাছে আলাদা বিশেষত্ব সৃষ্টি করেছে।
পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩ টা থেকে শুরু হয়ে একটানা রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন,সমিতির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান সহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতমনা ও বিনোদনপ্রেমীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট