ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট নেই
দেশে উৎপাদিত গবাদিপশু দিয়েই মিটবে চাহিদা।
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৭ জুন ২০২৩।
কোরবানির জন্য সম্ভাব্য চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি গবাদিপশু। এ বছর কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। যা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। এ বছর কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু ও মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং ২ হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু রয়েছে। কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত রয়েছে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি।
কোনো খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না।