একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে।
ডেস্ক নিউজ, আদালত বার্তা: ৪ফেব্রুয়ারি ২০২৩।
একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এনআইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপনার ফ্যামিলির বা বন্ধুবান্ধব মিলে ৪ জন এক সাথে ভ্রমণ করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা পরিচয়পত্র লাগবে না। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে ৪টি টিকিট সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে যার পরিচয়পত্র দিয়ে টিকিট কাটবেন ভ্রমনের সময় তিনি সঙ্গে থাকলেই হবে, শুধু তিনিই ভ্রমনে এনআইডি সাথে রাখবেন। মানে একই পরিবারের একজনের অধিক একসাথে ভ্রমন করলে একজনের এনআইডি দিয়েই সব টিকিট নিতে পারবেন, যার এন আইডি ভ্রমনের সময় সঙ্গে থাকলেই হবে, তিনিই শুধু মাত্র তার এন আইডি সঙ্গে রাখবেন। ভ্রমনের সময় এন আইডির মূল কপি সঙ্গে রাখার প্রয়োজন নেই, মোবাইলে তুলে রাখা ছবি কিংবা ফটোকপি রাখলেই চলবে।
যেহেতু ১ টি এনআইডি দিয়ে ৪টি টিকিট কাটা যাবে, ভ্রমনসঙ্গীর মধ্যে যদি কেউ ১৮ বছরের নীচে হয় তার টিকিটও ওই এনআইডি দিয়েই নেয়া যাবে। সেক্ষেত্রে তার জন্মনিবন্ধন লাগবে না। অর্থাৎ অভিভাবকের এনআইডি দিয়ে ১৮ বছরের কম বয়সী শিশুর টিকিট নেয়া যাবে, শুধু ভ্রমনের সময় সে অভিভাবক সঙ্গে থাকলেই হবে, অভিভাবককে সাথে রাখতে হবে নিজ জাতীয় পরিচয়পত্র। যদি কোন শিশু অভিভাবক ছাড়া একা ভ্রমনে সক্ষম হয়, তাহলে সে তার জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকিট কাটবে। ভ্রমনের সময় সেই সনদ সঙ্গে রাখলেই চলবে।
ধরুন, আপনার পরিবারের ৬ জন সদস্য একসাথে ভ্রমন করবেন সেক্ষেত্রে একটি এনআইডি দিয়ে ৪ টি টিকিট নিতে পারবেন আর বাকি ২টির জন্য অন্য আরেকটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
ধরুন, আপনার অনলাইনে রেজিষ্ট্রেশন নাই অথবা আপনার অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও নাই। কিন্ত আপনি ব্যস্ততার কারনে কাউন্টারে টিকিট কাটতে যেতে পারছেন না। সেক্ষেত্রে আপনার এনআইডি দিয়ে অন্য কাউকেও টিকিট নিতে পাঠাতে পারবেন। ভ্রমনের দিন ওই এনআইডি আপনাকে সঙ্গে রাখতে হবে। যিনি ভ্রমন করবেন টিকিট নিতে তাকেই যেতে হবে ব্যাপারটা এমন নয়। ভ্রমনকারীর এনআইডি দিয়ে যে কেউ টিকিট নিতে পারবেন।
বিদেশী নাগরিকরা পাসপোর্টর সুবিধা পাবেন টিকেট কেনার ক্ষেত্রে।
অনলাইন কিংবা কাউন্টার সব খানেই একই সিস্টেম। সবার আগে আপনাকে নিবন্ধন করতে হবে জাতীয় পরিচয়পত্র দিয়ে। ঘরে বসেই নিবন্ধন করা যাচ্ছে।