কণ্ঠশীলনর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন।সভাপতি আহমাদুল হাসান হাসনু ও সাধারণ সম্পাদক লিটন বারুরী
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৭ সেপ্টেম্বর ২০২৪।
২০২৪-২৬ মেয়াদে কণ্ঠশীলনের সভাপতি আহমাদুল হাসান হাসনু ও সাধারণ সম্পাদক লিটন বারুরী
২৭শে সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকাল ৪টায় কণ্ঠশীলন কার্যালয়ে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারায়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা। সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক সোহেল রানা, আর্থিক প্রতিবদন উপ¯াপন করেন কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম। প্রতিবদন দুটির বিষয় আলাচনায় অংশ নন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলাচনার মধ্য দিয় সর্বসম্মতিক্রম গহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবদন। এরপর নির্বাচন আধিকারিক বিলকিস আহমদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। ২১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী লিটন বারুরী। কণ্ঠশীলনের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ : সভাপতি: আহমাদুল হাসান হাসনু, সাধারণ সম্পাদক: লিটন বারুরী, সহ-সভাপতি: মো. আব্দুর রাজ্জাক ও ড. জাহিদ হোসেন শোয়েব, সংগঠন সম্পাদক: সালাম খোকন; সহ-সংগঠন সম্পাদক: নিবিড় রহমান, শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: অনন্যা গোস্বামী; সহ-শিক্ষা অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: মিনহাজুল বশির শোভন কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক: আল মামুন সিদ্দিক, সদস্য: রইস উল ইসলাম, মোস্তফা কামাল, অপরেশ চন্দ্র সাহা, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, শফিক সিদ্দিকী, শফিকুল ইসলাম শফি, নুরুজ্জামান নান্নু, জেএম মারুফ সিদ্দিকী, আফরিন খান ও মারিয়া কিবতিয়া।