1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করা উচিত?  বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত যেভাবে ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার “মাসের বড়া” জমির মালিকানা সূত্র কি কিভাবে হতে পারে? আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করায় ৪ জন প্রতারক গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করায় ৪ জন প্রতারক গ্রেফতার।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৪ জুলাই ২০২৪।

কুমিল্লায় জাল-জালিয়াতির মাধ্যমে আইনজীবীদের স্বাক্ষর ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করার অভিযোগে চার প্রতারকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া নেতৃত্বে টাউট দালাল নির্মূল কমিটি অভিযান পরিচালনাকালে গত ৯ জুলাই তাদেরকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ অলিউল্লাহ রাফি, কোতোয়ালি থানার বিষ্ণুপুর গ্রামের জয়নাল আবদিনের ছেলে জাহিদুল ইসলাম রবিন, কুমিল্লা মনোহরগঞ্জ থানার বড় কেশতলা গ্রামের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে সৌরভ চন্দ্র মজুমদার, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের মৃত্যু সুলতানা আহমেদ এর ছেলে কামরুল হাসান। এরমধ্যে জাহিদুল হাসান রবিন আইনজীবী ভবন থেকে দৌড়ে পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে জাল ওকালতনামা ও দরখাস্ত উদ্ধার করে। পরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত বিভিন্ন অ্যাডভোকেটদের স্বাক্ষর জাল করে এবং কম্পিউটার থেকে ওকালতনামা, হাজিরা, দরখাস্ত, রেফ সহ আইনজীবী সমিতির কাগজপত্র ছাপিয়ে বিভিন্ন দোকানে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।
পরে আইনজীবী সমিতির সদস্যদের সন্দেহ হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বর্তমানে ৩ জনকে পুলিশ আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। এ বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, চারজন আসামির নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করি। বর্তমানে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট