কেরানীগঞ্জে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল-
কেরানীগঞ্জে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল-
আজ ১৩/০৬/২০২২ ইং, রোজ:সোমবার, বিকেল ৪ ঘটিকায় “সীতাকুণ্ডে অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল এবং অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় করণীয় ও সচেতনতা ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব ।
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের অন্যতম সদস্য #মো:#আব্দুস_সালাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সদস্য, এলাকার সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মীগণ তাদের বিভিন্ন সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি #হাসান_আলী তাঁর বক্তব্যে বলেন,
“সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত,নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করি। দু-এক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,আমাদের একটু সর্তকতাই পারে দুর্ঘটনা রোধ করতে।আমরা যে কোন কাজে সর্তকতা অবলম্বন করি ও দুর্ঘটনা রোধ করতে যাঁর যাঁর জায়গা থেকে সবাইকে সচেতন করার মাধ্যমে অগ্নি-দূর্ঘটনা রোধ করতে পারি। যদি আগুন লেগে যায় তবে, শুরুতে আগুন নেভানোর চেষ্টা করুন। বহনযোগ্য অগ্নিনির্বাপনী ব্যবহার করুন। বৈদ্যুতিক লাইনে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। এতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করুন।”
কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক #অ্যাডভোকেট_এনামুল_হক বলেন,”আগুন লেগেছে? মানুষের সাহায্য দরকার। প্রতিটা সেকেন্ড জীবন–মৃত্যুর মাঝে ব্যবধান গড়ে দেয়। এই শিক্ষাটা শুধু ফায়ার ফাইটারদেরই নয়, সাধারণ জনতারও আছে।
যেসব কারণে আগুন লাগতে পারে : বৈদ্যুতিক গোলযোগ ও ত্রুটিপূর্ণ তার থেকে। সিগারেটের জ্বলন্ত আগুন থেকে। ভালোভাবে গ্যাসের চুলা বন্ধ না করা এবং গ্যাস লাইনে ত্রুটি বা ছিদ্র থাকলে। উত্তপ্ত তেল থেকে। বজ্রপাতের কারণে। আতশবাজি বা পটকা থেকে। নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করলে। সাধারণ তার দিয়ে বেশি ভোল্টের বিদ্যুৎ ব্যবহার করলে। চুলা জ্বালিয়ে উপরে কাপড় শুকাতে দিলে। আগুন নিয়ে বাচ্চাদের খেলা করতে দিলে। যে সকল বিষয়ে সর্তক থাকতে হবে : রান্নার পর চুলা সম্পূর্ণভাবে নিভিয়ে রাখুন। ভেজা কাপড় চুলার ওপর শুকাতে দিবেন না। গ্যাসের চুলা জ্বালানোর ১৫ মিনিট আগে রান্নাঘরের সকল দরজা জানালা খুলে দিন। গ্যাসের চাবি অন করার আগে ম্যাচের কাঠি ধরাবেন। চুলা ক্ষতিগ্রস্ত হলে পরির্বতন করে ফেলুন। বৈদ্যুতিক লাইন ৬ মাস পরপর পরীক্ষা করুন। ভালোমানের বৈদ্যুতিক তার ও সরাঞ্জম ব্যবহার করুন। প্রয়োজনীয় সংখ্যক অগ্নি-নির্বাপক যন্ত্র মজুদ রাখুন। অগ্নি-নির্বাপক যন্ত্রের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিন। আগুন লাগার পর বিলম্ব না করে নিকটস্থ ফায়ার স্টেশনে সংবাদ দিন অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০২-৯৫৫৫৫৫৫/০১৭৩০৩৩৬৬৯৯) অবহিত করুন।”
যুগ্ম আহ্বায়ক #আতিকুজ্জামান_পিন্টু বলেন, “আমরা যদি ফায়ার ফাইটার দের মত এলাকার জনগণকে সচেতন করতে পারি, তাহলে আমরা অগ্নিকাণ্ড থেকে অনেকটা নিরাপদে থাকতে পারি। আমাদের দরকার প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা।বাংলাদেশের অনেক জেলাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, সে থেকে আমাদের শিক্ষণীয় বিষয় গুলো আমরা অবশ্যই দেশ ও জাতির কাছে তুলে ধরা।”
এসময় আরো বক্তব্য রাখেন কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আব্দুল আজিজ। তিনি কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা মূলক দিকনির্দেশনা সহ যেন অগ্নিকাণ্ড না ঘটে সেলক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন । পাশাপাশি আরও অনেকে বক্তব্য রাখেন তার মধ্যে অন্যতম মোকসেদুর রহমান মুকসেদ, আবুল হোসেন মোল্লা, তাজিম উদ্দিন তজু, শাহাদাত হোসেন মিল্টন, আলতাফ হোসেন অমি, হাজী মোঃ মহাসিন ও আরো অনেকে।
বক্তব্য শেষে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে এবং মোনাজাতের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।