গাজীপুর পরিবহনের বাস চাপায় বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ ০২ জন গ্রেফতার।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ ফেব্রুয়ারি ২০২৪
গত ০৮/০২/২০২৪ খ্রিঃ গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ), জিএমপি, গাজীপুর এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমান বন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে (পশ্চিম পার্শ্বে) ফুট ওভার ব্রিজের নিচ হতে বাস চাপায় এএসআই হাসানুজ্জামান নিহতের ঘটনায় জড়িত ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ১. মোঃ ফয়সাল আহম্মেদ(৩০),পিতা- আব্বাস আলী, মাতা-মৃত রাশিদা বেগম, সাং- আন্দারিয়া পাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ (ড্রাইভার)২. মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা-মান্নাফ মোল্লা, মাতা-মোছাঃ সবিরন নেছা, সাং-যশোবন্তপুর, থানা- মোহাম্মদপুর, জেলা-মাগুরা,(হেলপার)।
মাননীয় পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপনকৃত সিসিটিভির রিয়েল টাইম ভিডিও ডেটা বিশ্লেষণ
করে বাসটি সনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বাস ও চালক – হেলপারকে আটক করা হয়। মানিকগঞ্জ জেলা হতে আগত বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানাধীন স্টেশন রোডে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গত ০২/০২/২০২৪ খ্রিঃ ভোর
অনুমান ০৫.৩০ ঘটিকায় পূর্ব থানাধীন মাছিমপুর এলাকাস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশ্ব ইজতেমা ডিউটিতে নিয়োজিত থাকাকালীন এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দ্বয়কে বাস চালক
বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ী চালাইয়া গুরুতর আহত করে বাসটি নিয়ে পালিয়ে যায়। তাদের চিকিৎসার গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক
হাসপাতাল, ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এএসআই হাসানানুজ্জামান কে মৃত ঘোষনা করেন এবং তার সঙ্গীয় এসআই আমির হামজা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন আছে।