ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ছোট ভাইকে পুড়িয়ে হত্যা মামলার আসামী জনি ও লিজা’কে ভৈরব থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ১৯ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬ তারিখ-১০/১০/২০২২ খ্রিঃ; ধারা- ৪৪৭/ ৪৩৬/ ৩২৩/ ৩০৭/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৩৪ পেনাল কোড (কেরাণীগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ছোট ভাইকে পুড়িয়ে হত্যা) মামলার পলাতক আসামী ১। হায়দার আলী জনি (৪০) ও ২। মোসাঃ লিজা আলী (৩১)’দেরকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০২টি স্বর্ণের চেইন, ০২টি স্বর্ণের আংটি, মালোশিয়ান – ১১২ রিংগিত, অন্য ব্যক্তির ০১টি পাসপোর্ট, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।