1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বান্দরবানের দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা - আদালত বার্তা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যেভাবে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ ৫ কৌশলে হোয়াটসঅ্যাপ থেকেই মাসে লাখ টাকা আয়! অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানি ২৫ নভেম্বর ৯০% মানুষ জানে না Gmail এর স্পেস কিভাবে ফ্রি করতে হয়, আজই শিখে নিন ২ মিনিটে! জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা সংবিধানবাদকে পুনরুজ্জীবিত করেছে সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি

বান্দরবানের দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে


বান্দরবানের দুই উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
ডেস্ক নিউজ আদালত বার্তাঃ১২ ডিসেম্বর ২০২২।
সীমান্ত এলাকায় জঙ্গিবাদী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় এবার অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গত ১৭ অক্টোবর থেকে উপজেলা দুটিতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা আছে। রুমা ও রোয়াংছড়ি ছাড়া জেলার অন্য ৫ উপজেলায় ভ্রমণে কোনো বাধা নেই।
রোববার বান্দরবান জেলা প্রশাসনের এক নির্দেশনায় জানানো হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য আরোপ করা হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিরুদ্ধে অভিযানের কারণে প্রথমে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় থানচি ও আলীকদম। দফায় দফায় এসব উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।
তবে ধীরে ধীরে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আসতে থাকলে প্রথমে আলীকদমকে এবং গত ৮ ডিসেম্বর থানচিকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেয়া হয়।
এদিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা বম সম্প্রদায়ের হওয়ার কারণে তাদের ছদ্মবেশে যাতায়াত ঠেকাতে রুমার প্রধান বাজারে গোষ্ঠীটির কেনাবেচায় যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেটাও প্রত্যাহার করা হয়েছে। ফলে বড়দিন সামনে রেখে বাজারে ভিড় বেড়েছে ক্রেতা ও বিক্রেতাদের।
এ ব্যাপারে রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া বলেন, বম সম্প্রদায়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে বড়দিন সামনে রেখে বাজারে ক্রেতা সমাগম বেড়েছে।
অন্যদিকে প্রতিবছর শীত মৌসুমে বান্দরবানে হাজারো পর্যটকের আগমন ঘটলেও এবার নিষেধাজ্ঞার কারণে সেই চিত্র দেখা যাচ্ছে না। নিষেধাজ্ঞার প্রথম দিকে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও বিনোদনস্পট প্রায় পর্যটকশূন্য হয়ে পড়ে। ফলে আর্থিক লোকসান গুনতে হয় পর্যটন ব্যবসায়ীদের। তবে ৫ উপজেলা নিষেধাজ্ঞার আওতামুক্ত হওয়ায় এখন ধীরে ধীরে পর্যটকের আগমন বাড়ছে, তবে তা আশানুরূপ নয় বলছেন ব্যবসায়ীরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট