1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

বারান্দায় চাষ করুন পুদিনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

বারান্দায় চাষ করুন পুদিনা

বিশেষ প্রতিবেদন, আদালত বার্তা:২৮ জুন ২০২৪
জেনে নিন কীভাবে পুদিনার চাষ করবেন বারান্দায়।

বাজার থেকে কিনে আনা পুদিনার আঁটি খুলে নিন। অপেক্ষাকৃত মোটা ডাল বেছে শিকড়ের কাছাকাছি থাকা পাতা ছিঁড়ে ফেলুন। এবার একটি ছোট পাত্রে পানি নিয়ে ডুবিয়ে দিন শিকড়ের অংশ। ৫ থেকে ৭ দিনের মধ্যেই দেখবেন নতুন শিকড় বের হয়েছে।

এবার টবে লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিন। শুকনা গোবর বা জৈব সারমিশ্রিত মাটি নিন টবে। টবের নিচের অংশে অবশ্যই ছিদ্র থাকতে হবে। এবার শিকড়সহ পুদিনা বুনে দিন মাটির মধ্যে। ৭ দিনের মধ্যেই নতুন পাতা গজাতে শুরু করবে।

জেনে নিন

পুদিনা গাছে খুব অল্প পানি প্রয়োজন হয়। অতিরিক্ত পানি দিলে পচে যেতে পারে গোড়া।
দিনের কিছু সময় রোদ লাগলে দ্রুত বাড়বে গাছ। তবে রোদ ছাড়াও এই গাছ দিব্যি বেঁচে থাকে। আলো বাতাস আছে এমন স্থানে রেখে দিন পুদিনার টব।
পুদিনা গাছের গোড়ার দিকের পাতাগুলো শুকিয়ে গেলে উঠিয়ে ফেলুন।
নির্দিষ্ট সময় পর পর উপর থেকেও ছেঁটে দিন।
মাসে একবার মাটি নিড়ানি দিয়ে আলগা করে জৈব সাব মিশিয়ে দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট