বৃহস্পতিবার থেকে ৩ দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না
নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ১১, ২০২৪
বৃহস্পতিবার থেকে ৩ দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস থাকবে না
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির গ্যাস সঞ্চালনা পাইপলাইনের সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে পরবর্তী তিন দিন পাবনাসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পাবনা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (রুটিন দায়িত্ব) প্রকৌশলী রুবেল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সাসেক সড়কসংযোগ প্রকল্প ১১ এর চাহিদা অনুযায়ী সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ এলাকায় অবস্থিত জিটিসিএল এর ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালনা পাইপলাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার অংশ প্রতিস্থাপন কাজের টাই-ইন/হুক আপের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮ পর্যন্ত পাবনা গ্যাস নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। যে কারণে পাবনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রকৌশলী রুবেল হাসান আরও জানান, পাবনার পাশাপাশি রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ জেলাতেও ওই তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।