ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, সরকারের সমালোচনা করা দেশ বিরোধিতা নয়। সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠানবিরোধী কিংবা দেশবিরোধী বলা যায় না। এ কারণে কোনো গণমাধ্যমও নিষিদ্ধ করা যায় না। একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম জরুরি।
একটি মামলার পর্যবেক্ষণে বুধবার (৫ এপ্রিল) এই মত দিয়েছে আদালত। একই সঙ্গে শীর্ষ আদালত ভারতের কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ করা মালয়ালম ভাষার একটি টিভি চ্যানেলের সম্প্রচার শুরুর নির্দেশ দিয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।