1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মানবতার মর্ম এক, ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়। উৎসব হোক একতার, বৈরিতার নয়। - আদালত বার্তা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

মানবতার মর্ম এক, ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়। উৎসব হোক একতার, বৈরিতার নয়।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মানবতার মর্ম এক,

ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়।

উৎসব হোক একতার, বৈরিতার নয়।

সম্পাদকীয়, আদালত বার্তাঃ৩০ সেপ্টেম্বর ২০২৫।

হওয়ায়  ভেসে আসে শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে জেগে ওঠে মহালয়া থেকে মহাষ্টমী, মহা নবমী, মহা দশমী। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব, শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয়, এটি মিলনের উৎসব, সৌন্দর্যের উৎসব, শুভ শক্তির বিজয়ের উৎসব।

আজ আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের হিন্দু ভাই-বোনদের, যাঁরা দুর্গাপূজার এই মহোৎসব আনন্দে, শান্তিতে ও ভ্রাতৃত্বের আবহে উদযাপন করছেন। আলোকসজ্জায় ভরে উঠুক ঘর, ভরে উঠুক মন, হোক প্রতিটি প্রার্থনা মানবতার জন্য, শান্তির জন্য, মঙ্গল কামনার জন্য।
ইসলামের শিক্ষা আমাদের বলে দিয়েছে,
“তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য” (সুরা কাফিরুন)।
রাসূলুল্লাহ (সা.) মদিনায় খ্রিস্টান-ইহুদি সবার সঙ্গে চুক্তি করে দেখিয়েছিলেন, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবতার মর্ম এক।

তাই দুর্গাপূজার আনন্দ যেমন হিন্দু সম্প্রদায়ের, তেমনি তা সমানভাবে বাংলাদেশের আনন্দ। যেমন ঈদে আমাদের হিন্দু ভাই-বোনেরা আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তেমনি পূজায় মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগ করে নেন। এটাই আমাদের প্রকৃত বাংলাদেশ, এক পতাকার নিচে, এক মাটির টানে, ভিন্ন ধর্ম হলেও আমরা এক পরিবার।

ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়।
উৎসব হোক একতার, বৈরিতার নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট