1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করা উচিত?  বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত যেভাবে ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার “মাসের বড়া” জমির মালিকানা সূত্র কি কিভাবে হতে পারে? আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুক আইডি ও পেইজ, জানালেন বিশেষজ্ঞরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুক আইডি ও পেইজ, জানালেন বিশেষজ্ঞরা

তথ্য-প্রযুক্তি ডেস্ক,আদালত বার্তাঃ৭ জুলাই ২০২৪
এই সাইট Google AdSense বিজ্ঞাপনের ইনটেন্ট লিঙ্ক ব্যবহার করে। AdSense এইসব লিঙ্ক অটোমেটিক জেনারেট করে। লিঙ্কগুলির মাধ্যমে ক্রিয়েটররা উপার্জন করতে পারেন।

বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক। কেবল যোগাযোগ রক্ষা নয়, ফেসবুক ব্যবহার করে বাড়ছে অনলাইন ব্যবসা। এমনকি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নানা কন্টেন্ট বানিয়ে অর্থ উপার্জন করছে। তবে প্রায় সময় শোনা যায় ফেসবুক আইডি কিংবা পেইজ বন্ধ বা ‘ডিজেবল’ হয়ে গেছে। অনেকেই এর কারণ জানেন না।

বিবিসির এক প্রতিবেদনে ফেসবুক আইডি বা পেইজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিভিন্ন কারণসহ অন্যান্য বিষয় উঠে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ও আইটি বিশেষজ্ঞ অধ্যাপক আশিকুর রহমান বলেন, ফেসবুক একটি ফ্রি জিনিস। এটা যদি একটা পেইড অ্যাপস হতো, তাহলে হয়তো কর্তৃপক্ষ চেক অ্যান্ড ব্যালেন্স করে ব্লক করার আগে নোটিফাই করতো। এ কারণেই কোন আইডি বা পেজ ব্লক হওয়ার পর ইমিডিয়েট সুরক্ষা পাওয়া যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ফেসবুক সাপোর্ট সিস্টেমে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার কারণে তাদের সাপোর্ট সিস্টেম বেশ ব্যহত হচ্ছে। যে কারণে কোন ধরণের যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে ফেসবকু একাউন্ট বা পেজ ডিজেবল হয়ে যাচ্ছে।

ডিজেবল হয় কেন: অনেকেই জানেন না ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটার কিছু নির্দেশনা রয়েছে। একে বলা হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন। সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ছয়টি ভাগে বিভক্ত। এগুলো হলো, এক- সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, দুই- নিরাপত্তা, তিন- আপত্তিজনক কনটেন্ট, চার- সত্যতা ও বিশ্বাসযোগ্যতা, পাঁচ- মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি), ছয়. অনুরোধ ও সমাধান।

কমিউনিটি স্টান্ডার্ডের মধ্যে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ সহিংসতা, অপরাধ ও নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গাইডলাইনে বলা আছে, ফেসবুকে কোনো প্রকার টেরোরিজম বা জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম চালানো যাবেনা। এমনকি সহিংসতা, ছড়ানো হচ্ছে বলে রিপোর্ট করা মাত্রই আপলোড করা কন্টেন্টসহ পুরো ফেসবুক পেজ বা গ্রুপ রিমুভ হয়ে যাবে।

এছাড়া আপত্তিজনক কনটেন্ট, হিংসাত্মক বক্তব্য, জাতি অথবা মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে সরাসরি আক্রমণ করলেও তা নিয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। এছাড়া ধর্ষণ, মৃতদেহ ও দুর্ঘটনা, নির্যাতনের ছবি বা ভিডিও প্রচার কররেও ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিকুর রহমান বলেন, ফেসবুক তাদের নিয়ম নীতির বিষয়ে বেশ সতর্ক। এসব নীতিমালা না মানলে কিংবা এসব বিষয়ে রিপোর্ট হলে ফেসবুক কর্তৃপক্ষ ব্যক্তিগত আইডি, পেইজ বা গ্রুপ ডিজেবল করে দেয়।
হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কিন্তু আমরা অনেক সময় গ্যালারি ফাঁকা করতে গিয়ে বা কখনও ভুল করে গুরুত্বপ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট