1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে - আদালত বার্তা
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট।  ঢাকার আবাসন সংকটের সমাধান হিসেবে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প ৩১ বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না’ নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম ইলন মাস্কের স্টারলিংক সামরিক জ্যামার ব্যবহার করে অচল করে দিলো ইরান ফের বাড়তে পারে শীতের দাপট পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৪২ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ৯ ডিসেম্বর ২০২২।

এ ছাড়া গত বুধবার সংঘর্ষের পর গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর দলটির নেতারা সাংবাদিকদের এসব জানান।


ডিএমপি কার্যালয়ের সামনে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, পুলিশ আমাদের বলেছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। সেখানে আমরা যেতে পারব, কোনো সমস্যা নেই। গ্রেপ্তার নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে দুজনের জামিন হয়েছে। রবিবার অন্যদেরও জামিন হবে। তারা কারো রিমান্ড চাইবেন না।

এ ছাড়া শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে নতুন দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিএনপি সমাবেশের জন্য চেয়েছে কমলাপুর স্টেডিয়াম। অপরদিকে পুলিশ প্রস্তাব করেছে মিরপুর বাংলা কলেজ মাঠ। বরকত উল্লাহ বুলু বলেন, ‘দুটি স্পট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা রাতেই জায়গা পরিদর্শন করে সিদ্ধান্ত জানাব। পুলিশ আমাদের বলেছে আমাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ হবে।’ তবে বিএনপি নেতাকর্মীদের জামিন বিষয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, জামিনের বিষয়টি আদালত দেখবে।


বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিএনপি কর্মী নিহত হন।

ওই ঘটনার প্রেক্ষিতে বিএনপির ২ হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় করা ৩ মামলায় ৫৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১ হাজার ৭৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ বৃহস্পতিবার ৪৫০ জনকে ঢাকার একটি আদালতে হাজির করে ১৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সংঘর্ষে ৪৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট