1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ–ভারতের উদ্বেগ আমলে না নিয়েই কি তিব্বতে বাঁধ নির্মাণ করবে চীন? গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষার্থে ‘শীর্ষ সন্ত্রাসী কাউকেই ছাড় দেওয়া হবে না’ সাকরাইন বা পৌষ সংক্রান্তি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি উৎসব সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, মোট আসন ৫০৫ সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী পাঁচ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন ভারত ও বাংলাদেশের সেনাপ্রধান ডিএমপি কমিশনার থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে শক্তিশালী গণমাধ্যম গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: কামাল আহমেদ দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি হেনরীকে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫১৮ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ খুলে দিয়েছে।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ৯ ডিসেম্বর ২০২২।

এ ছাড়া গত বুধবার সংঘর্ষের পর গ্রেপ্তার নেতাকর্মীদের জামিন হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর দলটির নেতারা সাংবাদিকদের এসব জানান।


ডিএমপি কার্যালয়ের সামনে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, পুলিশ আমাদের বলেছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। সেখানে আমরা যেতে পারব, কোনো সমস্যা নেই। গ্রেপ্তার নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে দুজনের জামিন হয়েছে। রবিবার অন্যদেরও জামিন হবে। তারা কারো রিমান্ড চাইবেন না।

এ ছাড়া শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে নতুন দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিএনপি সমাবেশের জন্য চেয়েছে কমলাপুর স্টেডিয়াম। অপরদিকে পুলিশ প্রস্তাব করেছে মিরপুর বাংলা কলেজ মাঠ। বরকত উল্লাহ বুলু বলেন, ‘দুটি স্পট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা রাতেই জায়গা পরিদর্শন করে সিদ্ধান্ত জানাব। পুলিশ আমাদের বলেছে আমাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ হবে।’ তবে বিএনপি নেতাকর্মীদের জামিন বিষয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, জামিনের বিষয়টি আদালত দেখবে।


বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিএনপি কর্মী নিহত হন।

ওই ঘটনার প্রেক্ষিতে বিএনপির ২ হাজার ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় করা ৩ মামলায় ৫৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১ হাজার ৭৫০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ বৃহস্পতিবার ৪৫০ জনকে ঢাকার একটি আদালতে হাজির করে ১৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সংঘর্ষে ৪৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট