1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রবিবার, ২২ জুন ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মেঘনা নদীর ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থ জেনে নিন  জানেন কি পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম ৬০ সেকেন্ডের কি ঘটতে পারে?  এইচএসসিতে আসন বিন্যাসে স্বাস্থ্যবিধি মেনে বাড়ছে দূরত্ব বাবা নিজের পছন্দ বিসর্জন দেন সন্তানের ভবিষ্যতের জন্য।বাবার এই ভালোবাসাকে শ্রদ্ধা জানানোই সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। দেশে তিন শ্রেণির ব্যক্তির পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি মামলা বাতিল করার নিয়ম কী? পৃথিবীর সবচেয়ে ছোট দেশটির নাম সিল্যান্ড। মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে সমস্ত পৃথিবীর সবচেয়ে মধুর সম্বোধন। কক্সবাজার হতে শাহপরীর দ্বীপ পর্যন্ত  সমুদ্রের তীর ঘেঁষে ডাবল লাইন রেলপথ নির্মাণ করা হয় — তাহলে কেমন হবে?

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি।

ডেস্ক নিউজ আদালত বার্তা:১২ মার্চ ২০২৩।

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ রচিত আমার জীবননীতি আমার রাজনীতি। তিনি তার রচিত গ্রন্থে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তার জীবননীতি ও রাজনীতি। তিনি তার গ্রন্থে যেভাবে উপস্থাপন করেছেন  -জীবনের পড়ন্ত বিকেল পাড়ি দিচ্ছি। মাঝেমধ্যে পেছনে তাকালে হাজার স্মৃতি মনে জেগে ওঠে। বিস্ময়ে হতবাক হয়ে পড়ি। আবেগে বেসামাল হয়ে যাই। সেই কোন ভোরে জীবন-ভেলা নিয়ে সময়-সাগরে যাত্রা শুরু করেছিলাম ব্রিটিশ ভারত আমল থেকে। তারপর পাকিস্তান গেল। বাংলাদেশেরও কত কাল। একজীবনে কত দেখলাম । শৈশব থেকে বার্ধক্য। বিশাল পাড়ি-অযুত স্মৃতি, হাজারো ঘটনা। সুখে-দুঃখ, আনন্দ- বেদনায় সাজানো প্রত্যাশা ও প্রাপ্তিতে ভরা। দীর্ঘশ্বাস ও অশ্রুজলে সিক্ত। সেইসব হারানো দিনে হারিয়ে যাই হরহামেশাই। ভাবনা-বিলাসী হতে ভালোই লাগে। মাঝেমধ্যে মনে করি এসব অনুভূতিগুলোকে শব্দে সাজালে কেমন হয়? স্মৃতির মুক্তোর মালা একটা হতেও তো পারে। কিন্তু ভরসা পাই না। লেখালিখির চর্চা আমার মোটেই পোক্ত নয়। পরীক্ষার প্রয়োজন ছাড়া লেখালিখি খুব একটা করিনি। জীবনে বড়ো কোনো প্রেমপত্রও লিখিনি। অনেকে বলে প্রেমপত্র লিখলে নাকি লেখার দক্ষতা বাড়ে। তবে বলতে পারি, কথায় যে-কাউকে কাত করে ফেলা আমার দ্বারা সম্ভব। বক্তৃতায় ভাসানো, হাসানো, কাঁদানো, উত্তেজনা ও উন্মাদনা সৃষ্টির কাজ ভালোই পারি। আমি মজলিসি মেজাজের মানুষ। আসর গুলজার করতে পারি ষোলোআনা। কথাকে হাস্যরসের মসলা দিয়ে সরস করতে পারি। আবেগে উচ্ছল, বেদনায় বিহ্বল করতে পারি। তার এই বইটিতে তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন তার জীবননীতি ও রাজনীতি। তার রচিত বইটির নাম-

আমার জীবননীতি আমার রাজনীতি

মো: আবদুল হামিদ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট