1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে আসছে ফেসবুক পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে হঠাৎ আলোচনায় ড. ইউনূসের ‘রিসেট বাটন’ শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায় ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবারের শীত নিয়ে বড় দুঃসংবাদ ভারত চিকিৎসা-আপৎকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা নয় গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। আমরা বিশ্বাস করি, তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। বিশেষ পাহারায় মধ্যরাতে সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের

সংক্ষিপ্ত তালিকায় পুলিশের পোশাকের ৬ রং, ২০ লোগো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

সংক্ষিপ্ত তালিকায় পুলিশের পোশাকের ৬ রং, ২০ লোগো
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
০৬, সেপ্টেম্বর ২০২৪
পুলিশের নতুন পোশাকের জন্য এখন পর্যন্ত ৬টি রং সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এছাড়া ২০টি লোগোও বাছাই করা হয়েছে।
এগুলোর মধ্য থেকে চূড়ান্ত করা হবে পোশাকের রং ও লোগো। তবে হালকা ধূসর (লাইট গ্রে) বা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। সম্প্রতি পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

যা করছে পোশাক পরিবর্তন ও লোগো পরিবর্তন কমিটি
পুলিশের পোশাক পরিবর্তন ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি এখন পর্যন্ত তিনটি সভা করেছে। সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছে গত রোববার (১ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে। সভায় পুলিশের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে পোশাকের রং কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্টলিস্টেড করা হয়েছে। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর পোশাকের রংও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য সব বাহিনীর পোশাকের রঙের সঙ্গে যেন না মিলে যায় সেটি দেখা হচ্ছে। এছাড়া অন্য কিছু বিষয় বিবেচনা করে রং চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। পুলিশের পোশাকের জন্য বাছাই করা রঙের মধ্যে রয়েছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ। অনেকগুলো ডিজাইনে নীলের মতো বেশ কয়েকটি রং দেখা হয়েছে। রং চূড়ান্ত করার ক্ষেত্রে হালকা রঙের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

পোশাকের কাপড় গুরুত্ব পাচ্ছে
রং চূড়ান্ত হয়ে যাওয়ার পর সেই অনুযায়ী কাপড় বানানো হবে। কাপড় বানানোর পর সেটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানানসই কি না তা পরীক্ষা করা দেখা হবে। সেইসঙ্গে কাপড়ের মানও দেখা হবে। এছাড়া কাপড় পরীক্ষায় নতুন পোশাকের রং বাহিনীর জন্য উপযুক্ত কি না এবং সদস্যরা সেই পোশাক পরে আরামদায়ক অনুভব করছেন কি না এসবও দেখা হবে। পোশাকের রং চূড়ান্ত হওয়ার পর ব্যাজ ডিজাইন করা হবে। পোশাকের রঙের সঙ্গে সমন্বয় রেখে ব্যাজ রং চূড়ান্ত করা হবে।

রং চূড়ান্তের পর ঠিক করা হবে ডিজাইন
যেহেতু পোশাকের রং এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি সেক্ষেত্রে কমিটি এখনই পোশাকের ডিজাইন চূড়ান্ত করতে পারছে না। তবে ইতোমধ্যে পুলিশের পোশাকের জন্য বেশ কয়েকটি ডিজাইন দেখা হয়েছে। এসব ডিজাইন এখনই চূড়ান্ত করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। রং চূড়ান্ত হওয়ার পর ডিজাইন চূড়ান্ত করা হবে।

কেমন হবে পুলিশের লোগো
পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি বাহিনীর লোগো পরিবর্তনের জন্যও দাবি উঠেছে। লোগো পরিবর্তনের জন্যও কাজ করছে এই কমিটি। কমিটির দ্বিতীয় মিটিংয়ে ৪০টির মতো লোগো নিয়ে আলোচনা হয়। পুলিশের বিভিন্ন পর্যায় থেকে এই ৪০টি লোগো কমিটির কাছে আসে। দ্বিতীয় মিটিংয়ে ৪০ লোগোর মধ্যে ২০টিকে শর্টলিস্ট করা হয়। এর মধ্য থেকে একটি লোগো চূড়ান্ত করা হবে।

যা বলছে সংশ্লিষ্টরা
পোশাক ও লোগো পরিবর্তন কমিটির সদস্য পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম জানান, আমরা চেষ্টা করছি বাংলাদেশের পুলিশের পোশাক ও লোগো যেন আধুনিক ও উন্নত বিশ্বের পুলিশ বাহিনীর মতো হয়। পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে কাজ চলমান রয়েছে। কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। কমিটি নতুন পোশাক ও লোগো চূড়ান্ত করার পর সিনিয়র অফিসারদের দেখানো হবে। এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব কাজ শেষ হতে এক মাসের মতো সময় লাগতে পারে। চূড়ান্ত হওয়ার পর আবার যদি পোশাক ও লোগোর বিষয়ে পরিবর্তনের সুপারিশ আসে, সেগুলো পরিবর্তন করে কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগতে পারে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। যত দ্রুত সম্ভব আমরা কমিটিকে প্রতিবেদন দিতে বলেছি। এ বিষয়ে কমিটি একাধিক প্রতিবেদন দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে নতুন পোশাক চূড়ান্ত করে সেটি বাস্তবায়ন করা হবে।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন চলার সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশ বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগে বিক্ষুব্ধ জনতা থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৪৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়। এরপর বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশি কার্যক্রম, বন্ধ ছিল থানার কার্যক্রমও। পুলিশের ইমেজ ফেরাতে পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!