সাংবাদিক হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু ৫ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৮ই জুন ২০২৩।
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
রবিবার (১৮ জুন) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ রায় দেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “রবিবার দুপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে দর্শনায় প্রতিবাদ সমাবেশ জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গার জেলার দর্শনার সংবাদকর্মীরা।
রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে দর্শনার পৌর শহরের রেলবাজার বটতলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মাননববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে কুপিয়ে নৃশংস হত্যা সংবাদকর্মীদের জন্য হুমকি। প্রভাবশালীরা সাংবাদিক নির্যাতন করেও বারবার পার পেয়ে যায়, বিচারহীনতার কারণে অপরাধীরা অপরাধ কর্মকান্ড ঘটানোর ধৃষ্টতা দেখাচ্ছে। অবিলম্বে নাদিম হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। যাতে পরবর্তীতে আর কেউ সাংবাদিক নির্যাতনের সাহস না পায়। বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কণ্ঠরোধ করার প্রধান অস্ত্র। দুর্নীতিবাজদের উসকে দিচ্ছে এই আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করতে হবে।
দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা উদীচির সভাপতি হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দর্শনা গণ-গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান, জীবননগর প্রেস ক্লাবের সহ সভাপতি নারায়ণ ভৌমিক, দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সংগঠনিক সম্পাদক মো. হাসমত আলী, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, মো. আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জে.ইউ.এম)।
রবিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজীব আশরাফ, জয়নাল আবেদিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আব্দুস সাত্তার, রাসেল হোসেন, আব্দুল হালিম, কামরুজ্জামান লিটন, জহির রায়হান,ফয়জুর রহমান ফরহাদ, এ টি এম হুমায়ুন কবীর, খোকন সাহা, আবু সাঈদ, রাসেল হোসেন, আতিক হাসান, শফিকুল ইসলাম, কামাল হোসেন,মুমিনুল ইসলাম মানিক, সুমন ভট্টাচার্য , সামদানী হোসেন, হুমায়ুন কবীর লোটাস, ইমরান হামিদ প্রমুখ।
বক্তারা নাদিম হত্যাকারিদের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান।