সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির যাত্রা শুরু।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩১ মে ২০২৪
শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায়ের আলোকে গঠিত কমিটির যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে এক মত বিনিময় সভায় এই কমিটির পরিচিতি তুলে ধরা হয়। যেখানে কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা। কমিটির অপর সদস্যেরা হচ্ছেন- অ্যাডভোকেট রমজান আলী সিকদার, অ্যাডভোকেট রেহানা সুলতানা, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট আঞ্জুমান আরা রানু, ব্যারিস্টার হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট নিঘাত সীমা (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মাহবুবা আক্তার (বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাষ্ট), অ্যাডভোকেট শবনম মোস্তারী এবং অ্যাডভোকেট মাহমুদা আফরোজ মনি
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা ছিল- কোন নীতিমালা না হওয়া পর্যন্ত রায়টিকে আইন হিসেবে মেনে চলতে হবে। তাই এটি (রায়) মেনে চলা আমাদের জন্য আবশ্যিক। তবে সুপ্রিম কোর্টে এমন কোন ঘটনা (যৌন হয়রানি) ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করিনা। এখন পর্যন্ত এমন কোন অভিযোগ পাইনি। এখন এই কমিটি (যৌন হয়রানি প্রতিরোধ কমিটি) দায়িত্ব নিয়েছে, তারা বিষয়টি দেখবে।’
এই মতবিনিময় সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বক্তব্য রাখেন। এসময় কমিটির সকল সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।