সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ এ পদে ১৪ টি পদের সবগুলো পদ নিয়ে পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা:১৬ মার্চ ২০২৩।
২০২৩-২০২৪ বৎসরের জন্য সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১৪ পদের সভাপতি নির্বাচিত হলেন সিনিয়র এডভোকেট জনাব মো. মোমতাজ উদ্দিন ফকির( সাদা) প্রাপ্ত ভোট ৩৭২৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব এ এম মাহবুব উদ্দিন খোকন ( নীল) প্রাপ্ত ভোট ২৯৩, অপর প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ( স্বতন্ত্র) ৫২ ভোট।
সহ-সভাপতি নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ আল আজম ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৯১ ও মিসেস জেসমিন সুলতানা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫২৮।
সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মো. আবদুন নুর দুলাল ( সাদা) প্রাপ্ত ভোট ৩৭৪১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মো রুহুল কুদ্দুস কাজল (নীল) প্রাপ্ত ভোট ৩০৯ ।
ট্রেজারার জনাব এম মাসুদ আলম চৌধুরী ( সাদা) প্রাপ্ত ভোট ৩৭২৯ ৷ সহ-সম্পাদক জনাব এ বি এম নুরে আলম ( উজ্জ্বল) (সাদা) প্রাপ্ত ভোট ৩৬৪০ ও মোহাম্মদ হারুনুর রশিদ (সাদা) প্রাপ্ত ভোট ৩৫৬৩ ।
সদস্য মহিউদ্দিন আহমেদ রুদ্র ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৬২ , জনাব মো. মনিরুজ্জামান রানা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৫৯, জনাব শফিক রায়হান শাওন ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৫৭, জনাব মো. সাফায়েত হোসেন সজীব ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৫৬, জনাব মো. দেলোয়ার হোসেন ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৪২, জনাব মো. মোহাম্মদ নাজমুল হুদা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৩৭৫ ও জনাব সুবাস চন্দ্র দাস ( সাদা) প্রাপ্ত ভোট ৩১৬৭ ।
১৫ ও ১৬ মার্চ ২০২৩ইং দুইদিন ব্যাপী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার পর রাতেই ভোট গণনা শেষে নির্বাচন সাব কমিটির আহবায়ক ও সমিতির সাবেক সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
এবার মোট ভোটার সংখ্যা ছিল ৮৬০২ ভোট। প্রথম দিন ১৫ মার্চ ভোট কাস্টিং হয় ২২১৭ ভোট, দ্বিতীয় দিন ভোট কাস্টিং হয় ১৯২০ ভোট। দুই দিনে মোট কাস্টিং ভোট ৪১৩৭।