৫৮ বছরের জীবনের ৩৪ বছরই কেটেছে সিনে দুনিয়ায়!
মামুন আল রশিদ, প্রতিবেদক,আদালত বার্তাঃ২৪ মে ২০২৪
৫৮ বছরের জীবনের ৩৪ বছরই কেটেছে সিনে দুনিয়ায়! ৫০ রুপি থেকে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের মালিক হওয়া শাহরুখ খানের জন্য পৃথিবীর প্রায় ৮০% মানুষ চিনে ভারতকে! একজন শাহরুখ খান ফ্যান হিসেবে আমার জানামতে কিছু তথ্য!
▪️অভিনয়ে ফার্স্ট স্যালারি – ৫০ ভারতীয় রুপি!
▪️ফার্স্ট এন্ড লাস্ট লাভ, ওয়ান এন্ড অনলি ” গৌরি খান “
▪️ওয়ান অব দ্যা মোস্ট হ্যান্ডসাম “Men’s ” এক্টর ইন দিজ ওয়ার্ল্ড!
▪️কিং খান, বলিউড বাদশা, SRK, কিং অব রোমান্স, হার্ট অব বিলিয়ন পিপলস, ইন্ডিয়ান গ্লোবাল আইকন, বলিউড কিং! (নিক নেম)
▪️২৯৫ এ্যাওয়ার্ডস!
▪️৫০+ ইন্টারন্যাশনাল সম্মাননা!
▪️পৃথিবীর একমাত্র অভিনেতা হিসেবে পেয়েছেন ৫ টি ডক্টরেট ডিগ্রি!!
▪️বিশ্বের অন্যতম শীর্ষ এবং বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা!
▪️ওয়ার্ল্ড বিগেস্ট ফ্যান ফলোয়িং!
▪️UNESCO এ্যাওয়ার্ড ফর চ্যারিটি!
▪️বলিউডের সবচেয়ে দানশীল অভিনেতা!
▪️১০ টির বেশি চ্যারিটেবল/মানবাধিকার সংস্থা!
▪️ওয়ান অব দ্যা মোস্ট পাওয়ারফুল পারসোনালিটি!
▪️ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, চীন, সুইজারল্যান্ড, গ্রীস, এই দেশগুলোতে শাহরুখ খানের সবচেয়ে বেশি ফ্যান! 😲
★ একমাত্র অভিনেতা, যার সিনেমা টানা ২৪ বছর ধরে চলেছে পেক্ষাগৃহে!
★ একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে টুইটারে যার প্রথম ৩৯ মিলিয়ন + ফলোয়ার পূর্ণ হয়েছিলো!
★ একমাত্র ভারতীয় অভিনেতা যিনি ” নাসা, মাদাম তোসো, এবং ডিসকাভারির হেডকোয়ার্টারে নিজের সিনেমার শুটিং করেছেন!
★ একমাত্র ভারতীয় অভিনেতা, যার ছবি ন্যাশনাল জিওগ্রাফির ম্যাগাজিন কাভারে ২ বার ছাপানো হয়েছে!
★ পৃথিবীর একমাত্র তারকা তিনি, যিনি গুগল এবং টুইটার থেকে আমন্ত্রণ পেয়েছেন!
★ একমাত্র ভারতীয় অভিনেতা তিনি, যাকে মালয়েশিয়া সরকার দিয়েছে দুদুক উপাধি, দক্ষিন কোরিয়া সরকার থেকে পেয়েছেন ব্ল্যাকবেল পুরুষ্কার!
★ একমাত্র ভারতীয় অভিনেতা, যার ছবি স্বর্ণ মুদ্রায় ছাপা আছে ফ্রান্সের গ্র্যাভি মিউজিয়ামে!