1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মাহফুজা খানম। পড়া মুখস্থ করতে সমস্যা? জাপানিদের ৭টি ট্রিক শিখে ফেলুন আজই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: জাতীয় রাজস্ব বোর্ড আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, বছরে আয় ৭০ লাখ টাকা সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ  সুপ্রিম কোর্টের হাতে একক ক্ষমতা গেলে এখানেও দানবের সৃষ্টি হবে’

আদালতের আদেশ ছাড়া শুধু আইনজীবীর সার্টিফিকেটে মামলা স্থগিত নয়: হাইকোর্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

আদালতের আদেশ ছাড়া শুধু আইনজীবীর সার্টিফিকেটে মামলা স্থগিত নয়: হাইকোর্ট
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ আগস্ট, ২০২৩
আদালতের সুনির্দিষ্ট স্থগিতাদেশ ছাড়া শুধু আইনজীবীর দেয়া সার্টিফিকেটের ওপর ভিত্তি করে কোনো মামলার কার্যক্রম স্থগিত করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ জন্য বিচারিক আদালতের প্রতি প্রয়োজনীয় সার্কুলার জারি করতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।

রওশন শেখ এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় গত ১ জুন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। সম্প্রতি ওই রায়ের লিখিত কপি প্রকাশ হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শফিকুল ইসলাম বাবুল, তার সঙ্গে ছিলেন মো. রবিউল ইসলাম রানা, অন্যদিকে ছিলেন কামরুল আলম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল ওহাব।

রায়ের নির্দেশনায় বলা হয়েছে, হাইকোর্টের আদেশ ছাড়া শুধু ফাইল করেই আইনজীবীর সার্টিফিকেট দিয়ে দেওয়ানি বা ফৌজদারি কোনো মামলার কার্যক্রম স্থগিত করা যাবে না। এ ক্ষেত্রে উচ্চ আদালতের সুনির্দিষ্ট স্থগিতাদেশের নির্দেশনা থাকতে হবে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, উচ্চ আদালতে কোনো আবেদন ফাইল করেই আইনজীবীর সার্টিফিকেট দিয়ে বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়। এভাবে আদালতের স্থগিতাদেশ ছাড়া শুধু আইনজীবীর সার্টিফিকেট নিয়ে মামলা স্থগিত রাখা যাবে না। এতে মনে হয় সমান্তরাল কোর্ট তৈরি হয়। তা ছাড়া ন্যায়বিচার বাধাগ্রস্ত এবং মামলার জট তৈরি হয়। এ অবস্থা চলতে দেয়া যায় না। এ বিষয়ে আপিল বিভাগের সুনির্দিষ্ট নির্দেশনাও রয়েছে।
মামলার কার্যক্রমের ওপর সুনির্দিষ্ট স্থগিতাদেশ না থাকলে শুধু আইনজীবীদের সার্টিফিকেট দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করা যাবে না বলেও উল্লেখ করেছেন হাইকোর্ট।
মামলা থেকে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলায় দীঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ হত্যা মামলার আসামি রওশন শেখসহ অন্যান্য আসামি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সেই রুল খারিজ করে আদালত এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট