1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কণ্ঠশীলনর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় : রিজওয়ানা সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস তিন মূল লক্ষ্যকে সমনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান। দেশে প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা: অধ্যাদেশ জারি অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্টে।

কণ্ঠশীলনর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

কণ্ঠশীলনর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ গঠন।সভাপতি আহমাদুল হাসান হাসনু ও সাধারণ সম্পাদক লিটন বারুরী

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৭ সেপ্টেম্বর ২০২৪

২০২৪-২৬ মেয়াদে কণ্ঠশীলনের সভাপতি আহমাদুল হাসান হাসনু ও সাধারণ সম্পাদক লিটন বারুরী

২৭শে সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার বিকাল ৪টায় কণ্ঠশীলন কার্যালয়ে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারায়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা। সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক সোহেল রানা, আর্থিক প্রতিবদন উপ¯াপন করেন কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম। প্রতিবদন দুটির বিষয় আলাচনায় অংশ নন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলাচনার মধ্য দিয় সর্বসম্মতিক্রম গহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবদন। এরপর নির্বাচন আধিকারিক বিলকিস আহমদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। ২১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবৃত্তিশিল্পী লিটন বারুরী। কণ্ঠশীলনের ২০২৪-২০২৬ মেয়াদের নতুন কার্যকরী পর্ষদ : সভাপতি: আহমাদুল হাসান হাসনু, সাধারণ সম্পাদক: লিটন বারুরী, সহ-সভাপতি: মো. আব্দুর রাজ্জাক ও ড. জাহিদ হোসেন শোয়েব, সংগঠন সম্পাদক: সালাম খোকন; সহ-সংগঠন সম্পাদক: নিবিড় রহমান, শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: অনন্যা গোস্বামী; সহ-শিক্ষা অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: মিনহাজুল বশির শোভন কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক: আল মামুন সিদ্দিক, সদস্য: রইস উল ইসলাম, মোস্তফা কামাল, অপরেশ চন্দ্র সাহা, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, শফিক সিদ্দিকী, শফিকুল ইসলাম শফি, নুরুজ্জামান নান্নু, জেএম মারুফ সিদ্দিকী, আফরিন খান ও মারিয়া কিবতিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট