
জীবন তো ঐ ১৮ বছর পর্যন্তই ;
তারপর কেবল যুদ্ধ আর যুদ্ধ!
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ২৯ অক্টোবর ২০২৫।
জীবন তো যেন আঠারো বছর পর্যন্তই সত্যি মনে হয়। তারপর শুরু হয় পুরুষের এক অবিরাম যুদ্ধ—বাঁচার, টিকে থাকার, দায়িত্বের। শৈশবের হাসিটা হারিয়ে যায় সময়ের ভারে, আর কাঁধে চেপে বসে সংসার, পরিবার, সমাজের প্রত্যাশা।
পুরুষ কাঁদে না—এই কথাটার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য অজানা কান্না, অনিদ্রা, ক্লান্তি। সে লড়াই করে নিজের স্বপ্ন ভুলে, অন্যের সুখের জন্য; নিজের কষ্ট গোপন করে, হাসির মুখে বোঝায় সব ঠিক আছে। অথচ ভেতরে ভেতরে সে ক্ষয়ে যায়, তবুও হার মানে না।
কারণ পুরুষ জানে—তার লড়াই থেমে গেলে, থেমে যাবে অনেক মুখের হাসি।জীবন তাই তার কাছে আনন্দ নয়, বরং এক নীরব যুদ্ধের নাম।
