1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মাহফুজা খানম। পড়া মুখস্থ করতে সমস্যা? জাপানিদের ৭টি ট্রিক শিখে ফেলুন আজই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: জাতীয় রাজস্ব বোর্ড আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, বছরে আয় ৭০ লাখ টাকা সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ  সুপ্রিম কোর্টের হাতে একক ক্ষমতা গেলে এখানেও দানবের সৃষ্টি হবে’

ঢাকার আদালতে ১০ বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ঢাকার আদালতে ১০ বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট আটক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৩ এপ্রিল, ২০২৪
প্রকৃত পক্ষে ক্লার্কের কাজ করলেও নিজেকে আইনজীবী পরিচয় প্রদানকারী এক টাউটকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রতারণার অভিযোগে তাঁকে পুলিশে সোপর্দ করে থানা হাজতে প্রেরণ করা হয়।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি লিটন নামের ওই টাউটকে আটক করেন।

টাউট উচ্ছেদ কমিটির আহ্বায়ক ও ঢাকা বারের সহ সাধারণ সম্পাদক মাসরাত আলী তুহিন এবং সদস্য সচিব ও বারের সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে এক অভিযানে লিটনকে আটক করা হয়।

ঢাকার আদালত এলাকার পারজোয়ার বিল্ডিংয়ের চেম্বার থেকে তাঁকে আটকের পর নিজেকে আইনজীবী পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশে সোপর্দ করে থানা হাজতে প্রেরণ করা হয়।

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটির সদস্য সচিব ও সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তি বার কাউন্সিলের আইনজীবী সনদধারী নন। দীর্ঘ দিন ধরে তিনি আইনজীবী পরিচয়ে প্রতারণা করছিলেন।

আসাদুজ্জামান বাবু জানান, আজ ঢাকা বার টাউট উচ্ছেদ কমিটি কর্তৃক আটককৃত লিটন একজন ক্লার্ক। তিনি নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিয়ে ২০১৪ সাল থেকে ঢাকা কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে আসছিলেন।

তিনি আরো বলেন, এই প্রতারকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দের মাধ্যমে তাঁকে থানা হাজতে প্রেরণ করা হয়। আদালত অঙ্গনে আগত বিচারপ্রার্থীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট