1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন - আদালত বার্তা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৬ মার্চ, ২০২৪
ঢাকা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট বিকেল ৪টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সদরঘাট ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় আগুনের লাগার ঘটনায় খবর পেয়েই দুটি ইউনিট পাঠানো হয়। তবে তার আগেই আগুন নিভে যায়। আমরা ধারণা করছি, সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট