1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস! - আদালত বার্তা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ড. সৈয়দ হুমায়ুন আখতার, ভূমিকম্প অনুভব নিয়ে যা বলেন পুরনো সিম কার্ড ফেলে দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজগুলো হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বিবেচনার রায় আগামীকাল যে পাঁচ অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেবেন ট্রাইব্যুনাল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ঠিক করতে জোর পেয়েছে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।  বিএনপি জামায়াত এনসিপিকে গোলক ধাঁধায় ফেললেন ড. ইউনূস ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যেভাবে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ , ১১ আগস্ট, ২০২৩

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস!
দেশের সব বিভাগে এই মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে এবং তা আগামী বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘সারাদেশেই এ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হবে। আজকের পর থেকে ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকবে। ১৪ তারিখে বৃষ্টি একটু কমতে পারে। এরপর আরও দুদিন বৃষ্টি হবে।’

তিনি আরও জানান, ‘বুধবারের পর কমতে থাকবে বৃষ্টি। এরপর বাড়তে থাকবে তাপমাত্রা।’
এদিকে শুক্রবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অনেক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনও আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টশ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি এলাকায় শক্তিশালীভাবে অবস্থান করছে মৌসুমি বায়ু, যে কারণে এসব এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।’
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন আসতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট