1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ - আদালত বার্তা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র আমলাতন্ত্র থেকে বেরিয়ে এল রাজউক বোর্ড ড্যাপের বিধি ভঙ্গ করলে জেলসহ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন। সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গণহারে বহিষ্কার, বিক্ষোভ আর বিতর্ক: ট্রাম্পের ডিপোর্টেশন রেকর্ড বনাম ওবামা-বাইডেন সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। 

দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৫ জানুয়ারি ২০২৫
দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ঢাকার পরিবেশ
আজ দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকার পরিবেশ কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের চেয়ে কুয়াশার পরিমাণ কমে আসবে। এলাকাভেদে দুপুরের আগেই মিলতে পারে সূর্যের দেখা। কিন্তু গতকালের মতো আজও দেশের উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। একইসঙ্গে শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কুয়াশার প্রাদুর্ভাব কমতে আরও দুই দিন সময় লাগতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় কম কুয়াশা পড়েছে। কিন্তু আশপাশের নদীবাহিকায় অবস্থিত বিভিন্ন অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি। এগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হতে অঞ্চলভেদে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে।

দিনাজপুরে পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের
মেঘ-কুয়াশায় ঝরছে শিশির, শীতে বিপর্যস্ত পঞ্চগড়
গাইবান্ধায় জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তিনি আরও বলেন, গতকালের মতো আজও উত্তরাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ফলেই সেসব এলাকায় সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। যার কারণে শীতের অনুভূতি খানিকটা বেশি। এরমধ্যে পঞ্চগড় ও সিরাজগঞ্জ জেলায় যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল সেটি চলমান রয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ
অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ফলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এসময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, গতকাল রাতে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবার কোনো জায়গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া, সারাদেশে আজ দিবাগত রাতে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট