1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই -অ্যাডভোকেট কামরুল ইসলাম। - আদালত বার্তা
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. সৈয়দ হুমায়ুন আখতার, ভূমিকম্প অনুভব নিয়ে যা বলেন পুরনো সিম কার্ড ফেলে দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজগুলো হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বিবেচনার রায় আগামীকাল যে পাঁচ অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেবেন ট্রাইব্যুনাল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ঠিক করতে জোর পেয়েছে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।  বিএনপি জামায়াত এনসিপিকে গোলক ধাঁধায় ফেললেন ড. ইউনূস ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যেভাবে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ

দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই -অ্যাডভোকেট কামরুল ইসলাম।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন চাইলে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নাই -অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সিনিয়র রিপোর্টার সুজন তালুকদার, আদালত বার্তা :২৭ এপ্রিল ২০২৩।

আজ ঢাকা -২ আসনের মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানার
তারানগর ইউনিয়ন , কলাতিলা ইউনিয়ন ও শাক্তা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন ‘ কোন অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন আজ থেকেই নির্বাচনী কার্যক্রম হিসেবে তারানগর ইউনিয়ন থেকে উঠান বৈঠক শুরু করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এবং দেশের জনগণের যে উন্নয়ন হচ্ছে তা আজ বিশ্বব্যাপী সমাদৃত এবং বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবং দেশের উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নাই উন্নয়ন। আর নৌকার বিজয়ের মাধ্যমেই এই ধারাকে অব্যাহত রাখতে হবে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বলেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে। দেশের আজ প্রতিটি ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে সঠিকভাবে পরিকল্পনামাফিক সময়মতো কাজ করার কারণে প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখন থেকেই আগামী নির্বাচনের জন্য দল-মত-নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় ঘটাতে হবে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, তারানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, সহ-সভাপতি ডাক্তার ইকতিয়ার আহমেদ শাওন, শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট