জুলাই বিপ্লবের স্পিডকে ধরে রাখতে নতুন গণমাধ্যম “দেশ এডিশন” তরুণ প্রজন্মের জন্য আইকন হিসেবে আত্মপ্রকাশ করলো
রাজধানীর ৫ তারকা হোটেলে এক বিশাল উৎসবমুখর অনুষ্ঠান পরিবেশে আত্মপ্রকাশ করল নতুন গণমাধ্যম “দেশ এডিশন – দেশ ও মানুষের প্রতিদিনের খবর”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়ার পরিচিত তারকা এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
গণমাধ্যম দেশ এডিশন এর সম্পাদক ও প্রকাশক মোঃ নাজমুল হক (রনি) তরুণ প্রজন্মের কাছে আইকন হয়ে উঠতে চাইছেন। অনুষ্ঠানে তিনি দেশের জনগণ এবং পাঠকদের দোয়া কামনা করেন। তিনি বলেন,
"জুলাই বিপ্লব জুলাই গণঅভ্যুত্থান যে স্পিডে দেশের মানুষের মাঝে সাড়া ফেলেছিল, সেই প্রেরণা ধরে রাখতে আমাদের লক্ষ্য—তরুণদের শক্তি ও দেশের গণমাধ্যমের মান উন্নত করা।"
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা নতুন পোর্টালের গুরুত্ব ও তরুণ নেতৃত্বের প্রভাব নিয়ে তাদের মন্তব্য প্রদান করেন। দেশের গণমাধ্যমের মান বৃদ্ধিতে দেশ এডিশন একটি নতুন দিশা হিসেবে আত্মপ্রকাশ করেছে।