1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ কৌশলে হোয়াটসঅ্যাপ থেকেই মাসে লাখ টাকা আয়! অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানি ২৫ নভেম্বর ৯০% মানুষ জানে না Gmail এর স্পেস কিভাবে ফ্রি করতে হয়, আজই শিখে নিন ২ মিনিটে! জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা সংবিধানবাদকে পুনরুজ্জীবিত করেছে সুপ্রিম কোর্ট: প্রধান বিচারপতি ঢাবি ভর্তিতে উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নেওয়া বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীদের কপাল পুড়ছে আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :দ জানুয়ারি ১১, ২০২৪
নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যে তিন নারী
মন্ত্রিসভায় ডাক পেলেন ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এতে শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। এর মধ্যে তিনজন নারী মাত্র। প্রথমবারের মতো মন্ত্রিসভায় যুক্ত হলেন ১৪ জন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে, বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে।

এরপর রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের উপস্থিতিতে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নামের তালিকা পড়ে শোনান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এর মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এর আগেও দুই দফায় মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. দীপু মনি।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে গত মন্ত্রিসভায়ও তিনজন নারী ছিলেন। তারা হলেন ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারী সদস্যের সংখ্যা চারজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট