1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা মাহফুজা খানম। পড়া মুখস্থ করতে সমস্যা? জাপানিদের ৭টি ট্রিক শিখে ফেলুন আজই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: জাতীয় রাজস্ব বোর্ড আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, বছরে আয় ৭০ লাখ টাকা সরকারি খাস জমি লিজ নিতে চান? জেনে নিন আবেদন পদ্ধতি, সময় ও খরচ জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ  সুপ্রিম কোর্টের হাতে একক ক্ষমতা গেলে এখানেও দানবের সৃষ্টি হবে’

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ১১ জানুয়ারি ২০২৪
মোবাইল ফোনে আড়িপাতার কথা প্রায়ই শোনা যায়। অজান্তে আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে। এর মাধ্যমে আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, কী বলছেন তা অন্য কেউ শুনে ফেলতে পারে। ফোনে কেউ আড়ি পাতছে কি না, এটি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।
কীভাবে বুঝবেন ফোনে কেউ আড়ি পাতছে
আপনার ফোনে আড়ি পাতার মাধ্যমে কল বা মেসেজ অন্যের হাতে যাচ্ছে কি না তা জানতে পাঁচটি নম্বর ডায়াল করতে হবে। আপনার মোবাইলের ফোন বুকে *#61# ডায়াল করতে হবে। এটিতে কল করলে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনো পরিষেবা ফরোয়ার্ড করা হয়, তবে এর মানে হলো আপনার কল বা মেসেজ গোপনে অন্য কেউ শুনছে এবং দেখছে।

কল ফরওয়ার্ডিংয়ে কী হয়
কল ফরওয়ার্ডিংয়ের সময় আপনি যখন নেটওয়ার্ক জোনে থাকেন না বা ফোন রিসিভ করেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। এরপর যে ব্যক্তি এই কল রিসিভ করে সে আপনার ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বন্ধ করে দেওয়া।
বন্ধ করবেন যেভাবে
যদি আপনার কোনো কল বা মেসেজ ফরোয়ার্ড করা হয় আর আপনি এটি বন্ধ করতে চান, তবে আপনাকে #002# নম্বর ডায়াল করতে হবে। এরপর একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে আপনার সমস্ত ফরোয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট