বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৮ জুন ২০২৫
বাংলাদেশ থেকে আম, আমজাত পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এ ছাড়া দেশটি বাংলাদেশি কৃষককে বিমান ভাড়া ছাড়াই দেশটিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় আলজেরিয়া। এ সময় দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চালুর পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানিতে কার্গো বিমান চালুর আশ্বাস দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।
শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি এসব প্রস্তাব দেন।
আলজেরিয়ার সঙ্গে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্সটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএবিএফের সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার এবং সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অনেকে।
ঠৈকে আবদেলৌহাব সাইদানি বলেন, আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। সেখানে পর্যটন খাতে দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তা নিয়ে গিয়ে আমাদের দেশের জমির গুণাগুণ ও কোনো জাতের আম চাষের উপযোগী তা যাচাই-বাছাই করতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি খায়রুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। তিনি আমাদের প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশি আম চাষি কৃষককে বিমান ভাড়া ছাড়াই আলজেরিয়ায় নিয়ে যাবেন। তাদের দেশে যেসব পতিত জমি আছে, তা আম চাষের জন্য দেবেন। এ ছাড়া সেচ ও বিদ্যুৎ সরবাহও দেবেন। তবে আমাদের দেশে আম বাগান ১০ থেকে ১২ বছরের জন্য ইজারা পদ্ধতিতে কৃষকরা আম চাষ করেন। কিন্তু তারা কী পদ্ধতিতে জমি ও আনুষঙ্গিক সুবিধা দেবেন, তা আমরা আলোচনা করে জেনে নেব।
এসব প্রক্রিয়ায় দুই দেশের সরকারের দ্বিপাক্ষিক অনুমোদন ও চুক্তির প্রয়োজন আছে, তা কীভাবে সমাধান হবে? জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সব বিষয় দুই দেশের সরকারের অনুমোদ ও চুক্তি ছাড়া সম্ভব নয়। যদি আলজেরিয়া সরকার উদ্যোগ নেয়, তবে বাংলাদেশ সরকারও এ বিষয়ে চিন্তাভাবনা করে কাজ করবে আশা রাখি। তা না হলে তো সম্ভব হবে না।