
মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৪ জানুয়ারি ২০২৬
মামলা জট কমানোর পাশাপাশি বিচারপতি, আইনজীবী ও বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এ আশ্বাস দেন তিনি।
এদিন প্রথমে আপিল বিভাগের এজলাসে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়েরে পক্ষে সংবর্ধনা দেয়া হয়। এরপ
র সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানিয়ে বক্তব্য দেন। এ সময় উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সচিবালয় গঠনের মাধ্যমে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার যাত্রা শুরুর কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমি বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে এমন কিছু পদক্ষেপ নেয়ার ইচ্ছা পোষণ করছি, বিশেষ করে জেলা পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে। আমি অবশ্যই আশা করি, আমার সম্মানিত পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে প্রয়োজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেয়া হবে। এছাড়াও মামলা জট কমাতে এবং বিচারপতি, আইনজীবী এবং বিপুল সংখ্যক ন্যায়বিচার প্রার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই।
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে এই দেশকে বসবাসের জন্য একটি উত্তম স্থানে পরিণত করার চেষ্টা করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধির সঙ্গে এগিয়ে আসতে পারে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই দেশের কল্যাণ কামনা এবং সবার জন্য একতা ও সমৃদ্ধি প্রার্থনা করছি।
গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ উপদেষ্টাগণ ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী। ২০২৮ সালের ১৭ মে অবসরে যাওয়ার কথা রয়েছে তার।