1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্বাচিপ নেতা ডা. নারায়ণ হত্যা মামলায়  ৫ জনের মৃত্যুদণ্ড - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

স্বাচিপ নেতা ডা. নারায়ণ হত্যা মামলায়  ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

স্বাচিপ নেতা ডা. নারায়ণ হত্যা মামলায়  ৫ জনের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক আদালত বার্তাঃআগস্ট ১৭, ২০২৫

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন-রফিকুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার সময় তার সঙ্গে বাসায় ছিলেন বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে।

পরদিন নিহতের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দীর্ঘ শুনানি শেষে প্রায় ১৩ বছর পর এ রায় ঘোষণা করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট