হাল ছেড়ে না দিয়ে লেগে থাকার নামই সফলতা।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক সম্পাদক আদালত বার্তাঃ
১০ সেপ্টেম্বর ২০২৫
জীবনে সফলতা মানে শুধু লক্ষ্য পূরণ নয়, বরং লক্ষ্য পূরণের পথে হাল না ছাড়া। হাজারো কষ্ট, ব্যর্থতা আর প্রতিকূলতার মাঝেও যে মানুষ টিকে থাকতে পারে, সেই মানুষই একদিন আসল সফলতার স্বাদ পায়।
প্রত্যেকটি ব্যর্থতা আসলে নতুন শেখার দরজা। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সে-ই জীবনের প্রকৃত যো*দ্ধা। কারণ সফলতা কখনো সহজে আসে না; এর পেছনে থাকে অগণিত ঘাম, ধৈর্য আর অটল মনোবল।
হাল ছেড়ে দেওয়া মানেই স্বপ্নের মৃ*ত্যু। কিন্তু যে মানুষ ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে এগিয়ে যায়, তার সামনে একদিন পুরো পৃথিবী মাথা নত করে। তাই সফলতার সঠিক সংজ্ঞা হলো— হাল না ছেড়ে, যতই কঠিন হোক পথ, শেষ পর্যন্ত টিকে থাকার ক্ষমতা।
মনে রাখবেন, বিজয়ীদের আলাদা করে তোলে প্রতিভা নয়, বরং তাদের অদম্য অধ্যবসায়।