মোটরবাইকের ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে আইনজীবীর মর্মান্তিক ভাবে মৃত্যু।
ডেস্ক নিউজ আদালত বার্তা :২৩ এপ্রিল ২০২৩।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির আজীবন সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সদস্য এডভোকেট মাহবুবুল হাসান আজ ২৩ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় ঈদের ছুটিতে যশোরের গ্রামের বাড়িতে দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বৎসর। ভদ্র ও শান্ত স্বভাবের একজন আইনজীবী ছিলেন। সে ঢাকা বিশেষ জজ আদালত-১০ এর এপিপি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা মাহবুবুল হাসানের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।