প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৩, ৯:৫৭ এ.এম
আরেকটা ইতিহাস!!বাল্ক ক্যারিয়ার পানামার পতাকাবাহী Owusu Maru ৬৩,০০০ টন কয়লা নিয়ে ভিড়েছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে।
আরেকটা ইতিহাস!!বাল্ক ক্যারিয়ার পানামার পতাকাবাহী Owusu Maru ৬৩,০০০ টন কয়লা নিয়ে ভিড়েছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে।
ডেস্ক নিউজ আদালত বার্তা :২৬ এপ্রিল ২০২৩।
বাল্ক ক্যারিয়ার পানামার পতাকাবাহী Owusu Maru ৬৩,০০০ টন কয়লা নিয়ে ভিড়েছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে। এই জাহাজের ড্রাফট বা গভীরতা ১২.৫ মিটার। মোট ডেড ওয়েট টনেজ ৮২,৫০৬ টন। দৈর্ঘ্য ২২৮.৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- ১২.৫ মিটার গভীরতার জাহাজ এর আগে বাংলাদেশে ভেড়েনি৷ কিছুদিন আগে পায়রাতে ভিড়েছিল ১০.২ মিটারের জাহাজ যেটার ক্যারিয়িং ক্যাপাসিটি ছিলা প্রায় ৬৩ হাজার টন। মাতারবাড়িতে বিশাল আকারের জাহাজ ভেড়া বাংলাদেশের চ্যানেল গুলিকে মাদারভেসেলের জন্য পরিচিত করে তুলবে। পূর্নাঙ্গ চালু হলে মাতারবাড়িতে ১৮ মিটার গভিরতার মাদার ভেসেল ভেড়ানো সম্ভব। এরকম ক্ষেত্রে একি পরিমান পণ্য আনতে যেখানে ১০ টি ছোট জাহাজ লাগত সেগুলা এক জাহাজেই আনা যাবে। অথবা দূর গন্তব্যের পণ্য সরাসরি পাঠানো সম্ভব হবে। ইতোমধ্যে ইউরোপে ডিরেক্ট রুট গুলি চালু হবার কারনে লিড টাইম কমে দেড় থেকে দুই মাসের পরিবর্তে মাত্র ২০-২৫ দিনে নেমে এসেছে। এটা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য খুব দরকার ছিল। অবকাঠামোর অপূর্নতা দূর করা জরুরি। বিশ্ব বসে নেই। আমরা পেছালে আমাদের প্রতিযোগী অনেক দেশ রয়েছে যারা শূন্যস্থান পুরন করবে।
#matarbari #matarbarideepseaport #coxsbazar
Copyright © 2025 আদালত বার্তা. All rights reserved.