কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক । জমি বিষয়ক যে কোন প্রশ্নের উত্তর পাবেন নিমেষেই।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :১০ মে ২০২৩।
জি-ঠিকই শুনেছেন ভূমি মন্ত্রণালয় ভূমি বিষয়ক প্রশ্নের উত্তর দিতে বা তথ্য জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আর্টিফিশিয়াল রোবট তৈরি করেছে – কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক
যে কোন প্রশ্ন করা যাবে? – হ্যাঁ। ভূমি বিষয়ক যে কোন প্রশ্ন করা যাবে। তবে এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং তথ্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে তাই কিছুদিন ট্রেনিং নিলে যে কোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তবে নামজারি কিভাবে করতে হয়? পর্চা সংশোধন করার নিয়ম ইত্যাদি প্রশ্নের উত্তর রোবট দিতে সক্ষম। অনুগ্রহ করে ভূমি সংক্রান্ত বিষয় সমূহ যেমন খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়গুলো থেকে প্রশ্ন করুন, দেখবেন ইনস্ট্যান্ট জবাব দিচ্ছে।
খাজনা কিভাবে দিতে হয়? খতিয়ান এর অনলাইন কপি দিয়ে ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করার উপায়ঃ https://ldtax.gov.bd/ এই website প্রবেশ করে ভূমি উন্নয়ন কর নাগরিক নিবন্ধন করুন।এসএমএস এর মাধ্যমে হোল্ডিং নম্বর পাবেন।একই সাইটের নাগরিক প্রোফাইলে হোল্ডিং এর বিস্তারিত অপশন থেকে তথ্য যাঁচাই করতে পারবেন।হোল্ডিং এর বিস্তারিত অপশনেথাকা অনলাইন পেমেন্ট অপশনেপেমেন্ট গেইট ওয়ে বেছে নিন- মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ) বা ইন্টারনেট ব্যাংকিং বেছে নিন।বাছাইকৃত পেমেন্টগেইটওয়ে থেকে ভূমি উন্নয়ন করের দাবি পরিশোধ করুন।সরাসরি ব্যাংকেও ভূমি উন্নয়ন করা জমা দেয়া যাবে। ভূমি উন্নয়ন করা জমা হয়ে গেলে আপনার নাগরিক নিবন্ধনে আপনার দাখিলা পাবেন।
মোজা ম্যাপ কিভাবে বের করবো? মৌজা ম্যাপটি পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটি আপনি https://eporcha.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নাম্বারে কল করুন। অনুগ্রহপূর্বক আপনি নামজারির কাজটি অনলাইনে এ সম্পন্ন করতে পারবেন যার মাধ্যমে আপনি নামজারির খতিয়ানটি পেতে পারবেন। নামজারি আবেদনের বিষয়ে জানতে mutation.land.gov.bd এই ওয়েবসাইটটি তে প্রবেশ করুন এবং আবেদন অপশনটি সঠিকভাবে তথ্য দিয়ে পূরন করে আবেদন করবেন।
লিখে বা মুখে বলে কৃত্রিম ভার্চুয়াল পরামর্শককে প্রশ্ন করা যাবে / খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়ে প্রশ্নের উত্তর পাবেন
আপনি রোবটের উত্তর পড়তে এবং শুনতে পারবেন। শুনতে চাইলে স্পিকার চিহ্নে ক্লিক করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক ব্যবহারের নিয়ম । আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে লগিন করে নিতে হবে।
Visit to bhumipedia.land.gov.bd
কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল পরামর্শক -হ্যালো এর উপর ক্লিক করুন।
পার্শ্বে ভূমিবিদ চ্যাট বোট ওপেন হবে।
আপনি আপনি মাইক্রোফোন আইকনে ক্লিক করে অথবা “এখানে লিখুন” বক্সে ক্লিক করে রোবটকে ভূমি বিষয়ক প্রশ্ন করতে পারবেন।
প্রশ্ন করা মাত্রই নিচে উত্তর দেখাবে। তথ্য যদি রোবটের নিকট না থাকে বা জানা না থাকে তবে ” আপনার প্রশ্নের উত্তর আমাদের তথ্যভাণ্ডারে নেই। অনুগ্রহ করে ভূমি সংক্রান্ত বিষয় সমূহ যেমন খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়গুলো থেকে প্রশ্ন করুন। আপনার সার্বিক সহায়তার জন্য আমার তথ্যভাণ্ডারকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করা হচ্ছে।” ম্যাসেজ দিবে।
তথ্যগুলো পড়তে বা শুনতে পারবেন।
পর্চা বের করার নিয়ম কি?
কালেক্টরের রেকর্ডরুম থেকে নির্ধারিত ফির বিনিময়ে খতিয়ানের সত্যায়িত অনুলিপি বা খতিয়ানের জাবেদা কপি সংগ্রহ করা যাবে। আপনি https://eporcha.gov.bd/ এই ওয়েবসাইট এ প্রবেশ করে সংশ্লিষ্ট খতিয়ান কপি সংগ্রহ করতে পারেন।