1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি জাতীয় ফল কাঠালে যে সমস্ত পুষ্টিগুণ  এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে ৮টায় বার বার পড়ে যে দাড়াতে জানে জয তারই হয়। বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ, বাতিল হচ্ছে এই প্রথাও!

এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব
নিউজ ডেস্ক আদালত বার্তাঃজুন ২০২৫
এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীর মাঝে ভয়-ভীতি কাজ করে। তবে বিগত বছরের প্রশ্ন ও মডেল টেস্ট সমাধান করলে পাস নম্বর তোলাটা খুব কঠিন কিছু নয়। সেইসঙ্গে পরীক্ষার হলে কিছুটা কৌশলী হলে ভালো রেজাল্ট করা সম্ভব।

উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সিলেবাস অনুযায়ী, মোট নম্বর ১০০-এর মধ্যে ৬০ নম্বর থাকবে Reading (Part 1) অংশে এবং ৪০ নম্বর থাকবে Guided Writing (Part 2) অংশে। 

Part 1: Reading (60 Marks) 

*এই অংশের প্রথমে থাকবে Multiple Choice Questions। এখানে  সাধারণত Passage এর কোনো Word/phrase এর contextual meaning, Theme/Title বা কোনো information  জানতে চাওয়া হয়। 

পরীক্ষার হলের কৌশল: 
*আগে প্রশ্ন পড়ে নিয়ে তারপর মূল passage পড়তে গেলে কাঙ্ক্ষিত তথ্য যেমন দ্রুত খুঁজে পাওয়া যাবে তেমনি বাঁচবে সময়৷  

*প্রশ্ন ভালো করে পড়তে হবে। অনেক সময় প্রশ্ন ভালো করে না পড়ার কারণে ভুল উত্তর করার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। 

Short Answer Questions [3✕5 = 15 marks] 

প্রশ্নের ধরন: 

*Open ended(নিজস্ব মতামত প্রদান করা যায়)এবং Closed Ended ( এ ক্ষেত্রে   passage-এর তথ্যই প্রাধান্য পায়) দুই ধরনের প্রশ্ন থাকতে পারে।  

প্রস্তুতি পরামর্শ:  

*সিলেবাসে অন্তর্ভুক্ত বোর্ড বইয়ের passage সমূহ ভালো করে অধ্যয়ন করতে হবে।বিগত বছরের প্রশ্ন অথবা বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন অনুশীলন করা যায়। 

পরীক্ষার হলের কৌশল 

*প্রশ্ন পড়ার মূল passage পড়ুন এবং প্রশ্নে চাওয়া তথ্য বা ধারণাসমূহ passage-এর কোন অংশে আছে সেটা খুঁজে বের করুন৷  

*প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য অন্তত ২/৩ টা পয়েন্ট লিখুন।  

*সবগুলো উত্তর passage আকারে না লিখে যদি table বা chart আকারে উপস্থাপনের সুযোগ থাকে সেইভাবে উপস্থাপন করুন। বিশেষ করে দুইটা ধারণার মধ্যে পার্থক্য লিখতে বলা হলে Table আকারে উত্তর করা যেতে পারে।

*To the point উত্তর করার চেষ্টা করুন। সুযোগ থাকলে উদাহরণ দেওয়ার চেষ্টা করুন৷  

*Spelling-Grammar Errors হচ্ছে কিনা খেয়াল রাখুন। 

3. Information Transfer / Flow Chart [1✕5 = 5 marks] 

পরীক্ষার হলের কৌশল 

*প্রশ্নে কোন বিষয়ে Flow Chart লিখতে বলা হয়েছে তা ভালোভাবে পড়ুন(যেমন পরীক্ষায় চাওয়া হতে পারে- Write a flow chart highlighting the predominant features of the Bangla Folk music)।  এ ক্ষেত্রে পুরো passage নয় বরং Folk Music এর বৈশিষ্ট্যগুলোর ওপরই Flow Chart লিখতে হবে৷  

*Flow Chart-এর ক্ষেত্রে প্রদত্ত Phrase এর Structure টা অনুসরণ করে বাকিগুলো লিখতে হবে এবং Passage-এ যেভাবে আইডিয়াগুলো সাজানো সেই Sequence বজায় রেখে লিখার চেষ্টা করতে হবে। 

4. Summary Writing [1✕10 = 10 marks] 

Summary হবে মূল Passage-এর ১/৩ অংশ। Passage-এর Main Points গুলো সামারিতে অন্তর্ভুক্ত হবে। নিজের ভাষায় লিখতে হবে কিন্তু নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। এর ভাষা হবে খুবই প্রাঞ্জল ও সহজবোধ্য।  

পরীক্ষার হলের কৌশল

*একটা উপযুক্ত Headline লিখুন 

*Passage পড়ে মূল Pointsগুলো বের করে নিন।  

*তারপর মূল points গুলো নিজের ভাষায় লিখুন(This is about/The summary of the passage… এই টাইপ Expression এড়িয়ে চলুন। সরাসরি মূল Points গুলো দিয়ে লিখা শুরু করুন)।অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখা থেকে বিরত থাকুন। 

*Summary লিখার পর অবশ্যই Proof reading করুন। কোনো spelling-grammar error হয়েছে কিনা চেক করুন। 

5. Cloze Test with Clues (Unseen)[0.5✕10 = 5 marks]

পরামর্শ:  

*প্রতিদিন ইংরেজি পড়া এবং নতুন শব্দ শেখার অভ্যাস গড়ে তুলুন এবং কোনো শব্দ শেখার পর সেই শব্দের Parts of Speech(Verb, Adjective,Noun,Adverb)পরিবর্তন অনুশীলন করুন৷  

পরীক্ষার হলের কৌশল 

*প্রদত্ত passage টি ভালো করে পড়ুন। তারপর খালি স্থানসমূহের জন্য উপযুক্ত শব্দ বাছাই করুন।  
*বাছাইকৃত শব্দের Parts of speech পরিবর্তন করতে হবে কিনা সেটা খেয়াল করুন। 

Cloze Test without Clues (Unseen)[1✕10 = 10 marks] 

পরামর্শ: 
*প্রতিদিন ইংরেজি পড়া এবং নতুন শব্দ শেখার অভ্যাস গড়ে তুলুন। 

7. Rearranging (Unseen)[1✕10 = 10 marks] 

 পরামর্শ:  

*Sentence linking words, pronouns ও time sequence খেয়াল করুন।  

*বাক্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক খেয়াল করুন। 

*বিগত বছরের প্রশ্নে আসা Rearrange সমূহ ভালো করে অনুশীলন করুন।  

পরীক্ষার হলের কৌশল: 
*প্রথমে সম্ভাব্য প্রথম বাক্যটি এবং সম্ভাব্য শেষ বাক্যটি খুঁজে বের করুন।

*পরবর্তীতে বাকী বাক্যগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক লক্ষ্য করে পর্যায়ক্রমে সাজিয়ে লিখুন।(Noun-Pronoun, Connectors  এর ব্যবহার এইক্ষেত্রে বাক্যগুলোর Order খুঁজে বের করতে সহায়ক হতে পারে)।  

 Part 2: Guided Writing (40 Marks) 

 1. Interpreting Graph / Chart [1✕15 = 15 marks] 

 2.Graph/Chart/Table Analysis-এর Structure: 

আমরা ৩/৪ টি প্যারায় Graph Analysis লিখতে পারি।যেমন: 

*প্রথম প্যারায় Plain Depiction(Graph/Chart এ যেমন তথ্য দেওয়া আছে তা হুবহু নিজের ভাষায় লিখা) করতে পারি।  

*দ্বিতীয় প্যারায় Comparative Discussion(যেসব তথ্য দেওয়া থাকবে তাদের মধ্য তুলনামূলক আলোচনা) করতে পারি। এই প্যারাটাকে চাইলে দুইটা প্যারায় ভাগ করে লিখতে পারি৷  

*তৃতীয় প্যারায় Recommendations/Critical Remarks(তুলনামূলক আলোচনার প্রেক্ষিতে Graph এ প্রদত্ত তথ্যসমূহ আরো সহজবোধ্য করে তুলতে এবং প্রদত্ত Graph-এর উদ্দেশ্য ভালোভাবে তুলে ধরতে কিছু মন্তব্য করতে পারি। পাশাপাশি এইখানে কিছু পরামর্শও সংযুক্ত করা যায়। 

যেসব বিষয়গুলো খেয়াল রাখবেন: 

*Graph টা আপনার লিখার মাধ্যমে পাঠকদের কাছে বোধগম্য হয়ে উঠেছে কি-না।  

*সমৃদ্ধ Lexical Resource এই অংশে ভালো নম্বর এনে দিতে পারে৷  

*বিশ্লেষণ যুক্তি অবশ্যই যুক্তি ও প্রদত্ত তথ্য নির্ভর হতে হবে৷ অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে চলতে হবে। 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট