সবজি রপ্তানি শুরু করা এখন অনেক সহজ, অল্প পুঁজিতেই শুরু করা যায়।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ জুলাই ২০২৫
অনেকেই মাত্র ৩০-৪০ হাজার টাকা ইনভেস্ট করে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায় বাংলাদেশি সবজি পাঠাচ্ছেন নিয়মিত।
লোকাল বাজার/কৃষক থেকে সবজি সংগ্রহ করে
GAP (Good Agricultural Practice) অনুযায়ী গ্রেডিং, প্যাকিং করে পাঠানো হয় বিদেশে
এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা ছোট স্কেলেই শুরু করা যায়।
না আছে গুদাম, না আছে বড় সেটআপের ঝামেলা।
তবে নিয়ম জানা থাকা জরুরি, ঠিকঠাক প্রস্তুতি নিলেই আপনিও পারবেন।
সবচেয়ে বেশি চাহিদা থাকে আলু, টমেটো, লাউ, পুঁইশাক, ধুন্দুল, পটল, বরবটি, কচু, কাঁচা মরিচ, কাঁচা কলা, লেবু সহ নানা সবজির।
বিদেশে থাকা আমাদের প্রবাসীদের জন্য এই সবজিগুলো যেনো এক টুকরো বাংলাদেশ।
সবচেয়ে ভালো ব্যাপার এখানে কম্পিটিশন কম, প্রফিট মার্জিন ভালো।
তাই যারা সত্যিকারের একটা বাস্তব ব্যবসা শুরু করতে চান সবজি রপ্তানি হতে পারে একটি স্মার্ট সিদ্ধান্ত।
শুরুটা করুন ছোট করে, রেজাল্ট দেখুন বড়।