1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১লা মে ২০২৪

নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ. লীগকে আমন্ত্রণ বিজেপির
ভারতের বিভিন্ন প্রদেশে ৭টি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।। ক্ষমতাসীন বিজেপি এ নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে এ কমাত্র দল হিসেবে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ভারতের ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে।
এ আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে আ. লীগের প্রতিনিধি হিসেবে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আ.লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে।

ড. সেলিম মাহমুদের সফরটি হবে মূলত পাঁচ দিনের। আগামী ১ মে থেকে ৫ মে পর্যন্ত ভারত সফর করবেন তিনি। এ সফরে আ. লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা যায়, দিল্লির বাইরে সরেজমিনে বিজেপির নির্বাচনী প্রচারণা দেখাতে বিজেপি আওয়ামী লীগের প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন।
প্রসঙ্গত, গেল ১৯ এপ্রিল ভারতের সাধারণ নির্বাচন শুরু হয়েছে, যা চলবে আগামী ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট