1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আইনজীবী সহকারীদের বিষয়ে কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট প্রশাসন - আদালত বার্তা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়তে পারে শীতের দাপট পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় : রিজওয়ানা সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস তিন মূল লক্ষ্যকে সমনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান। দেশে প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা: অধ্যাদেশ জারি

আইনজীবী সহকারীদের বিষয়ে কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট প্রশাসন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

আইনজীবী সহকারীদের বিষয়ে কঠোর অবস্থানে সুপ্রিম কোর্ট প্রশাসন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২২ মে, ২০২৪
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আইনজীবী সহকারীগণের নির্ধারিত পোশাক ও ইস্যুকৃত পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যতীত কোর্ট অঙ্গনে এবং কোর্টের কোন শাখায় প্রবেশ না করার ব্যবস্থা গ্রহণে নির্দেশনা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গত সোমবার (২০ মে) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান করার জন্য আইনজীবী সহকারীদের বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও অনেক আইনজীবী সহকারী উক্ত নির্দেশ পালন করেন না।

আইনজীবী সহকারী না হওয়া সত্ত্বেও কোন ব্যক্তি যেন আইনজীবী সহকারী পরিচয়ে আদালত অঙ্গন ও শাখায় প্রবেশ করতে না প্রেন বা বিচারপ্রার্থী জনগণকে প্রতারিত করতে না পারেন বা আদালত ও শাখাসমূহের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন তৎমর্মে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নির্দেশ প্রদান করেছেন।

এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন এবং নির্ধারিত পোশাক পরিধান ব্যতীত আইনজীবী সহকারীদের সুপ্রিম কোর্ট অঙ্গনে বা শাখাসমূহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া প্রবেশ করে তাহলে তাঁদের বিরুদ্ধে ‘আইনজীবী সহকারী লাইসেন্স’ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেন্ডেনদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত সহকারী রেজিস্ট্রারদের বিষয়টি কঠোরভাবে নজরদারী করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট