- বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে যাবে:কাদের।
- সুজন তালুকদার সিনিয়র রিপোর্টার আদালত বার্তা :২৬ফেব্রুয়ারি ২০২৩।
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না এমনটা হলে খবর আছে।’
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না এলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’
রবিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়। ৭৫ আর ২০২৩ সাল এক নয়।’
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙব না, জোটও ভাঙব না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না। বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশিদের কাছে আভিযোগ দেওয়া আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।আওয়ামী লীগ সরকারের অধীনে উন্নয় তাদের ভালো লাগেনা।তাদের অন্তর জ্বালায় দহনে দিশেহারা।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।