1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জাতীয় প‍্যারেড স্কয়ারে এবার কুচকাওয়াজ হচ্ছে না: সারা দেশে বিজয় মেলা হবে। হাইকোর্টে শমী কায়সারের জামিন  বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভিজিট ভিসায় আমেরিকা গিয়ে যেভাবে সেটেল হবেন !! ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ‘সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে’ ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুসংবাদ বিদেশেও সচল থাকবে গ্রামীণফোনের সিম আজকে যিনি আমলা, কাল সে রাজনীতিবিদ, পরের দিন ব্যবসায়ী’ যাদের ১৮ পূর্ণ হয়েছে তাদের ভোটার হওয়ার আহ্বান- ইসি

মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক তাজমহলের টেন্ডার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

মঞ্চে এলো কণ্ঠশীলনের নতুন নাটক তাজমহলের টেন্ডার।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :৬ জুন ২০২৩।
৫ ই জুন ২০২৩ সোমবার সন্ধ্যা সাতটায় কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক তাজমহলের টেন্ডার এর শুভ উদ্বোধন মঞ্চায়ন হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ঢাকায়।  ভারতীয় নাট্যকার অজয় শুক্লার রচিত তাজমহলের টেন্ডার নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। নির্দেশনায় ছিলেন কন্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। নতুন নাটক তাজমহলের টেন্ডারে শুভ উদ্বোধন ঘোষণা করেন নাট্যজন লাকী ইনাম, চেয়ারম্যান বাংলাদেশ শিশু একাডেমী।
নাটক সম্পর্কের নির্দেশক মীর বরকত  বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক সফিকুন্নবী সামাদী উর্দু -হিন্দি সাহিত্য অনুবাদে সিদ্ধহস্ত। একটি হাস্যরসাত্মক নাটক অনুবাদের জন্য তাকে অনুরোধ করেছিলাম ভারতের বিশিষ্ট নাট্যকার অজয় শুক্লার তাজমহল কার টেন্ডার নাটকটি দ্রুত অনুবাদ করে তিনি আমাদের হাতে তুলে দেন প্রথমে পার্টি দলের সদস্যরা নাটকটির পছন্দ করেন একটি ঐতিহাসিক বিষয়কে অবলম্বন এর মাধ্যমে কাল্পনিক কাহিনীর পরস্পরা সাজিয়ে নাটকটি হাস্যরসাত্মক ও চিরন্তন করে তুলেছেন নাট্যকার অজয় শুক্লা। ড.সামাদীর সহজ সরল অনুবাদ কে কাজে লাগিয়ে অভিনেতারা কমেডি ধাঁচের অভিনয়ের মাধ্যমে হাস্যরস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
নাটকটিতে দেখা যায় বাদশা শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের স্মৃতি রক্ষার্থে তাজমহল বানানোর ভার দিলেন চিফ ইঞ্জিনিয়ার গুপ্তাজি কে। ধুরন্ধর গুপ্তাজী ও তার সহকারীর ব্যবসায়ী ভাইয়ের ভাইয়াজীর সাথে হাত মিলিয়ে শাহজাহানকে ভুল বুঝাতে লাগলেন। তারা নানান কৌশলে বাদশার চোখে ধুলো দিয়ে তাজমহল বানানোর আগেই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ এবং তা আত্মসাৎ করতে লাগলেন। বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তি এবং শ্রমিক নেতারাও নিজ নিজ অবস্থান থেকে অবৈধ সুবিধা ভোগের মাধ্যমে গুপ্তাজীর  অনৈতিক কাজে সহযোগিতা করতে থাকে। এসব কারণে সম্রাটের আকাঙ্ক্ষা পূরণের চরম বিঘ্ন ঘটতে শুরু করে এবং তাজমহল নির্মাণ নিয়ে সময়ক্ষেপণ হতে লাগলো। শাহজাহান হতাশ হতে লাগলেন আর ভাবতে থাকলেন তার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? হ্যাঁ ২৫ বছর শেষ হয়ে যাওয়ার পরেও তাজমহল টেন্ডার বের হয়না। তবে মৃত্যুর পূর্বে সম্রাট শাহজাহান গুপ্তাজির ধোঁকাবাজি বুঝতে পেরেছিলেন। তাই তার জারি করা শাহী ফরমানবলে গুপ্তাজি এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। নাটকের মাধ্যমে সবার চাওয়া পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতিমুক্ত অসুস্থ সমাজ স্তরে স্তরে সংঘটিত সকল ধরনের দুর্নীতির অবসান হোক।
এক ঘণ্টা বিশ মিনিটের নাটকটির সঙ্গীত পরিকল্পনা ও সুরের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অসীম কুমার নট্র; আলো-আঁধারের খেলায় উৎড়ে গেছেন আলোক পরিকল্পক অম্লান বিশ্বাস; কোরিওগ্রাফিও  ও  ডিজাইনে আশরাফ ও তাহারিমা প্রিয়াঙ্কা অনেক ভালো কাজ করেছেন ;মঞ্চসজ্জা, পোশাক ও প্রপস দিয়ে প্রাসঙ্গিকতা ফুটিয়ে তুলেছেন লিয়া। এছাড়া ও সমসাময়িক বিষয় দুটি র ্যাপ  গান লিখেছেন মীর বরকত। প্রযোজনা অধিকর্তা  মোঃ আব্দুর রাজ্জাক। নাটকটিতে যারা অভিনয় করেছেন মোস্তফা কামাল, শোহেল রানা, সালাম খোকন, শফিকুল ইসলাম শফি, আহমাদুল হাসান হাসনু। আল মামুন সিদ্দিক, জে এম মারুফ সিদ্দিকী ই,কবাল হোসেন অপারেশ সাহা,  নিবিড় রহমান, আব্দুল কাইয়ুম,অনন্যা গোস্বামী সহ আরো অনেকে।
দর্শক পূর্ণমঞ্চে সবাই খুব আনন্দ নিয়ে  উপভোগ করেছেন তাজমহলের টেন্ডার নাটকটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট