অবৈধ মজুতদারি ও চাঁদাবাজি বন্ধে জনপ্রতিনিধিদের নির্দেশ প্রধানমন্ত্রীর।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ১০ফেব্রুয়ারি ২০২৪।
অবৈধ মজুতদার ও চাঁদাবাজরা যেন দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেজন্য সতর্ক থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে হবে। আপনারা বিভিন্ন এলাকার প্রতিনিধি, এতে আপনাদের নজর দিতে হবে। কৃষক যাতে প্রকৃত মূল্য পায়, সেদিকে নজর দিতে হবে। চাঁদাবাজি ও মজুতদারির জন্য যাতে পণ্যের দাম না বাড়ে সেটি দেখতে হবে।
আজ শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি।
সভায় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে হবে।