1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

আগামীর মেট্রো রেল পরিকল্পনায় এক পলকে দেখে নিন মেট্রোরেলের রুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

আগামীর মেট্রো রেল পরিকল্পনায় এক পলকে দেখে নিন মেট্রোরেলের রুট

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২২ মার্চ ২০২৪

আগামীর মেট্রো রেল পরিকল্পনায় এক পলকে দেখে নিন মেট্রোরেলের রুট
MRT Line-1 এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থান :-
বিমানবন্দর রুট: বিমানবন্দর – বিমানবন্দর টার্মিনাল ৩ – খিলক্ষেত – নদ্দা – নতুন বাজার – উত্তর বাড্ডা – বাড্ডা – আফতাব নগর – রামপুরা – মালিবাগ – রাজারবাগ – কমলাপুর
পূর্বাচল রুট: নতুন বাজার – নদ্দা – জোয়ার সাহারা – বোয়ালিয়া – মস্তুল – শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম – পূর্বাচল সেন্টার – পূর্বাচল পূর্ব – পূর্বাচল টার্মিনাল – পিতলগঞ্জ ডিপো।

MRT Line-2 এর প্রস্তাবিত রুট এ্যালাইনমেন্ট
মেইন লাইন :-
গাবতলী – ঢাকা উদ্যান – মোহাম্মদপুর বাস স্ট্যান্ড – ঝিগাতলা – সাইন্স ল্যাবরেটরি – নিউমার্কেট – আজিমপুর -পলাশী – ঢাকা মেডিকেল কলেজ – গুলিস্তান – মতিঝিল – কমলাপুর – মান্ডা – দক্ষিণগাঁও – দামড়িপাড়া – সাইনবোর্ড – ভূইঘর – জালকুড়ি – নারায়ণগঞ্জ জেলা সদর।
ব্রাঞ্চ লাইন :-
গুলিস্তান – নয়া বাজার – সদরঘাট।

MRT Line-4 এর প্রস্তাবিত রুট এ্যালাইনমেন্ট :-
কমলাপুর – সায়েদাবাদ – যাত্রাবাড়ী – শনির আখড়া – সাইনবোর্ড – চট্টগ্রাম রোড – কাঁচপুর – মদনপুর।

MRT Line-5: Northern Route এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থান :-
হেমায়েতপুর – বলিয়ারপুর – বিলামালিয়া – আমিনবাজার – গাবতলী – দারুস সালাম – মিরপুর ১ – মিরপুর ১০ – মিরপুর ১৪ – কচুক্ষেত – বনানী – গুলশান ২ – নতুন বাজার – ভাটারা।

MRT Line-5: Southern Route এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থান :-
গাবতলী – টেকনিক্যাল – কল্যাণপুর – শ্যামলী – কলেজ গেইট – আসাদ গেইট – রাসেল স্কয়ার – কারওয়ান বাজার – হাতিরঝিল – তেজগাঁও – আফতাব নগর – আফতাব নগর সেন্টার – আফতাব নগর পূর্ব – নাছিরাবাদ – দাশেরকান্দি।

MRT Line-6 এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থান :-
উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১০ – মিরপুর ১১ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও – বিজয় সরণি – ফার্মগেইট – কারওয়ান বাজার – শাহবাগ – ঢাকা বিশ্ববিদ্যালয় – বাংলাদেশ সচিবালয় – মতিঝিল – কমলাপুর
৬টি মেট্রোরেল লাইনের মধ্যে নিম্নলিখিত স্টেশনসমূহে আন্তঃলাইন সংযোগ থাকবে:
মিরপুর-১০ স্টেশন :
এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট
কারওয়ান বাজার স্টেশন :
এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট
নতুন বাজার স্টেশন :
এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট
আফতাব নগর :
এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট
গাবতলী :
এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট, এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট ও এমআরটি লাইন-২
কমলাপুর :
এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-২ ও এমআরটি লাইন-৪
সাইনবোর্ড :
এমআরটি লাইন-২ ও এমআরটি লাইন-৪
সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ অনুযায়ী ৬টি এমআরটি বা মেট্রোরেল লাইন নির্মাণ সম্পন্ন হলে ২০৩০ সালে দৈনিক 52,40,643 (বায়ান্ন লক্ষ চল্লিশ হাজার ছয়শত তেতাল্লিশ) জন যাত্রী মেট্রোরেল ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। দৈনিক যাতায়াতকারী যাত্রীগণের লাইনভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপ:
১.এমআরটি লাইন-৬ :- ৬,৭৭,৩০০
২.এমআরটি লাইন-১ :- ১০,১৭,০০০
৩.এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট :- ১২,৩০,০০০
৪. এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট :- ৭,৯৪,৭৬৬
৫. এমআরটি লাইন-২ :- ১০,৮৪,৬০০
৬. এমআরটি লাইন-৪ :- ৪,৩৬,৯৭৭
মোট = ৫২,৪০,৬৪৩
দ্বিতীয় পর্যায়ে ২০৪১ সালের মধ্যে নিম্নোক্তভাবে MRT Line সমূহ বর্ধিত করার পরিকল্পনা রয়েছে:
MRT Line-6-কে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে গাজীপুর জেলার টংগী পর্যন্ত;
MRT Line-1-কে কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে মুন্সিগঞ্জ জেলার ঝিলমিল পর্যন্ত এবং বিমানবন্দর মেট্রোরেল স্টেশন থেকে গাজীপুর জেলা সদর পর্যন্ত;
MRT Line-5: Northern Route-কে হেমায়েতপুর মেট্রোরেল স্টেশন থেকে ঢাকা জেলার নবীনগর হয়ে বাইপাইল পর্যন্ত এবং নতুন বাজার মেট্রোরেল স্টেশন থেকে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত; এবং
MRT Line-5: Southern Route-কে দাশেরকান্দি মেট্রোরেল স্টেশন থেকে বরপা হয়ে নারায়ণগঞ্জ জেলার ভুলতা পর্যন্ত।
তৃতীয় পর্যায়ে নিম্নোক্তভাবে MRT Line সমূহ বর্ধিত করার পরিকল্পনা রয়েছে:
MRT Line-6-কে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ঢাকা জেলার আশুলিয়া হয়ে বাইপাইল পর্যন্ত;
MRT Line-1-কে পূর্বাচল টার্মিনাল মেট্রোরেল স্টেশন থেকে নরসিংদী জেলার শেখেরচর পর্যন্ত;
MRT Line-5: Northern Route-কে ভুলতা থেকে নরসিংদী জেলা সদর পর্যন্ত এবং নবীনগর থেকে মানিকগঞ্জ জেলা পর্যন্ত;
MRT Line-2-কে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ জেলা সদর পর্যন্ত; এবং
MRT Line-4-কে কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ জেলার বরপা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট