আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৫ মে ২০২৪
আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।
রোববার (৫ মে) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি এবং চতুর্থ ধাপে ২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার করা হবে।