1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

আন্দোলনের সমন্বয়করা কি ‘অসাধারণ’ শিক্ষার্থী?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্দোলনের সমন্বয়করা কি ‘অসাধারণ’ শিক্ষার্থী?
নিউজ ডেস্ক আদালত বার্তাঃশনিবার, ২৭ জুলাই, ২০২৪

কোটা আন্দোলনের সমন্বয়করা অধিকাংশই সাধারন শিক্ষার্থী নয়। আনকোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র৷ তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির (ছাত্র অধিকার পরিষদ ভেঙে গঠিত) কেন্দ্রীয় সদস্যসচিব৷

সমন্বয়ক আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞানের ছাত্র৷ তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক৷ সমন্বয়ক আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব৷

আরেক সমন্বয়ক মাহিন সরকার বাংলা বিভাগের ছাত্র৷
সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব৷

সমন্বয়ক সোহাগ মিয়া ফিন্যান্স বিভাগের ছাত্র৷ তিনিও ছাত্রশক্তির সাথে যুক্ত৷ সমন্বয়ক আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক৷

সহসমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন গণিত বিভাগের ছাত্র৷ তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য৷

সহসমন্বয়ক রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং সহসমন্বয়ক হাসিব আল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র৷ তাঁরা দুজনও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সমন্বয়ক নুসরাত তাবাসসুম৷ তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব৷

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নম্বর যুগ্ম সদস্যসচিব৷

সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্রী৷ তিনি অবশ্য ছাত্র ফেডারেশনের নেত্রী৷ তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব৷

ছাত্র শক্তি সরাসরি রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদের’ সঙ্গে যুক্ত। আর ছাত্র ফেডারেশর হচ্ছে আলোচিত ‘বাম’ নেতা জোনায়েদ সাকীর গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন। কোটা আন্দোলনে সমন্বয়ক ও সহসমন্বয়ক হিসেবে আরো আছে রাজনৈতিক দল বাসদ এর ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্টের বেশ কয়েকজন নেতা ও নেত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট